করোনা সচেতনতা গড়ে তুলতে পথে নেমে প্রচারে বিধায়ক

কল্যাণ অধিকারী

হুডখোলা গাড়িতে বিধায়ক। পথচলতি মানুষকে মাস্ক ব্যবহার করার কথা বলছেন। এ দৃশ্য উদয়নারায়ণপুর বিধানসভা এলাকায়। বিধায়ক সমীর পাঁজা অন্ততপক্ষে কুড়ি কিমি এলাকা ঘুরে ঘুরে মানুষকে সচেতন করতে মাস্ক ব্যবহারের প্রচার করলেন। সঙ্গে ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতিসহ অন্যান্যরা।

পরিস্থিতি অনেকটাই আয়তে। তবে সাবধানের মার নেই। উদয়নারায়ণপুর বাজার এলাকা থেকে শুরু হয় মানুষকে সচেতন করার প্রচার। এরপর বাসস্ট্যান্ড হয়ে কুরচি, রাজাপুর, সিংটি বাজার, খিলা বাজার হয়ে হরিশপুর বাজার ঘুরে সাধারণ মানুষের কাছে মাস্ক ব্যবহার ও সচেতনতার প্রচার করা হল। সঙ্গে ছিলেন উদয়নারায়ণপুর বিডিও প্রবীর কুমার শিট, উদয়নারায়ণপুর থানার ওসি কৌশিক পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, পূর্ত কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত দাস, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি সহ অন্যান্য আধিকারিক।

করোনার প্রকোপ রুখতে সপ্তাহে দু’দিন উদয়নারায়ণপুর ব্লকের সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ থাকবে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *