গঙ্গাসাগর মেলায় অসুস্থ তিন মহিলাকে এয়ার এ্যাম্বুলেন্সে আনা হল হাওড়া জেলা হাসপাতালে
কল্যাণ অধিকারী, গঙ্গাসাগর
গঙ্গাসাগর মেলায় তিন অসুস্থ মহিলাকে এয়ারলিফট করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে। সেখান থেকে গ্রিন করিডর করে আনা হয় এবং ভর্তি করানো হয়েছে হাওড়া হাসপাতালে।
বিহারের পাটনা থেকে গঙ্গাসাগর মেলায় এসেছিলেন গীতা দেবী বয়স ৫৫। ফিরজাবাদ থেকে এসেছিলেন রীনা কৃষাণ বয়স ৫৯। দু’জনে পরে গিয়ে অসুস্থ হন। পাশপাশি সাগরের বাসিন্দা স্বর্ণ লতা মণ্ডল পুড়ে গিয়ে আহত হন। প্রথমে সাগর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর এয়ার এ্যাম্বুলেন্স করে হাওড়ায় নিয়ে যাওয়া হয়। হাওড়া হাসপাতালে চিকিৎসা চলছে।
গীতা দেবী পড়ে গিয়ে আহত হয়। এঙ্গেলে চোট লেগেছিল। সাগর হাসপাতালে এক্সরে করা হয়। তারপর এয়ার এ্যাম্বুলেন্স করে হাওড়া ডুমুরজলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিটি পুলিশের পক্ষ থেকে গ্রিণ করিডর করে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। গঙ্গাসাগর মেলার জন্য হাওড়া হাসপাতালের চিকিৎসকদের প্রস্তুত রাখা ছিল। সেইমতন দ্রুত চিকিৎসা শুরু হয়ে যায়।
পিক সংগৃহীত।