প্রয়াত বিশিষ্ঠ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ, শোকস্তব্ধ রাজ্যবাসী
কল্যাণ অধিকারী
তাঁর তুলিতে উজ্জ্বল হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় একের পর এক বিখ্যাত কার্টুন চরিত্র। মঙ্গলবার থেমে গেল জীবন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯৭ বছরে প্রয়াত নারায়ণ দেবনাথ। শোকের ছায়া রাজ্যজুড়ে।
কার্টুনিস্ট পরিচয়ে তিনি সর্বজনবিদিত। বাড়ি হাওড়ার শিবপুরে। পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে। তাঁর সৃষ্টিতে মজার কমিকস সহ বিভিন্ন ধরণের চরিত্র উঠে এসেছে। প্রথম কমিকস হাঁদা ভোঁদা। ১৯৬৫ সালে বাঁটুল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন তিনি। প্রথম রঙীন কমিক স্ট্রিপ ছিল বাঁটুল দি গ্রেট। পরবর্তীকালে তাঁর কলমে সৃষ্টি হয়েছে বাংলা সাহিত্যের অসংখ্য চরিত্র। কিন্তু শরীর ঠিকঠাক সায় দিচ্ছিল না। গত ডিসেম্বর মাসের ২৪ তারিখ থেকে ভর্তি হন কলকাতায় বেলভিউ হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ থাকায় রাখা হয় ভেন্টিলেশনে। মঙ্গলবার সকাল ১০ টা পনেরো মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
তাঁর প্রয়াত হওয়ার খবরে ট্যুইটারে বাংলায় লিখে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন ভালো নেই আপামর বাঙালির। নারায়ণ দেবনাথকে পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। আর শেষ বেলায় পেলেন পদ্মশ্রী পুরস্কার। হাসপাতালের শয্যাতেই পুরস্কার তুলে দেন মন্ত্রী অরূপ রায় ও স্বরাষ্ট্র সচিব। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হাওড়ার শিবপুর এলাকা। এখানেই জন্ম, বড় হওয়া। তারপর কার্টুন চরিত্র সৃষ্টি করা। শোকজ্ঞাপন করেছেন মন্ত্রী অরূপ রায়।