হাওড়া জেলায় সাড়ম্বরে পালিত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস

কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ

হাওড়া জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। করোনা পরিস্থিতির জেরে অনেকাংশে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। তবে বিধি নিষেধ মেনে জেলায় পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং শহীদ বেদিতে মাল্যদানের আয়োজন করা হয়। গ্রামীণ হাওড়ায় ক্রীড়ানুষ্ঠানের ব্যবস্থাও ছিল।

আমতার চন্দ্রপুর ফাঁড়িতে বুধবার সাড়ম্বরে পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন বড় বাবু মুফিজুল আলম। ছিলেন মেজ বাবু সহ সকল পুলিশ আধিকারিক। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহিদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

প্রজাতন্ত্র দিবসে শিবানীপুর সিদ্ধেশ্বরী যুব সংঘ মরণোত্তর চক্ষু, দেহ ও অঙ্গদান এবং রক্তদানের সচেতনতার প্রচারের সাইকেল র‍্যালি করা হল। অংশ নেয় ১৫০ জন। এ দিন উদয়নারায়নপুর থেকে শুরু হয় র‍্যালি। এরপর শিবানীপুর, পাঁচারুল, সিংটি, খিলা এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের ৩৫ কিমি পথ পরিক্রম করে।

উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক সমীক কুমার ঘোষ। স্বাধীন ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রাঘব সম্পদ কুমার, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নির্মল বাগানী সহ অন্যান্য আধিকারিক।

হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে সিটি পুলিশের পক্ষ থেকে পালিত হল প্রজাতন্ত্র দিবস। হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ ও গান স্যালুট দেওয়া হয়। এছাড়াও ছিল বিভিন্ন ধরণের ট্যাবলো। অন্যদিকে জগৎবল্লভপুর থানায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত আধিকারিক।

প্রজাতন্ত্র দিবস দিনটিকে প্রবল উৎসাহ এবং শ্রদ্ধার সঙ্গে পালন করেছে ছোটরা। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রং-তুলিতে সাজিয়ে তুলেছে ক্যানভাস। এভাবেই দিনটির মাহাত্ম্য তুলে ধরেছে অংকিতা রিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *