মঙ্গলবার জেলার সারাদিনের ১০টি বড় খবর

কল্যাণ অধিকারী ও রাজন্যা নিউজ ব্যুরো

মঙ্গলবার ০১-০২-২০২২

(১) টিকিয়াপাড়ায় বহুতলের জলাধারে শিশুর দেহ উদ্ধার

হাওড়া টিকিয়াপাড়া এলাকায় একটি বহুতলের জলাধার থেকে উদ্ধার হয় এক শিশুর দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, শিশুটির বাড়ি বাঁকড়া নিউ মোল্লা পাড়ায়। কীভাবে তার দেহ টিকিয়াপাড়া এলাকার একটি বহুতলের চেম্বার থেকে উদ্ধার হল খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়। পাঁচ বছরের শিশুটি বাঁকড়ায় মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল। বিকেল থেকে মিসিং ছিল। তার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে টিকিয়াপাড়ায় একটি বহুতলের জলাধারে উদ্ধার হয় দেহ। হাওড়া এবং ডোমজুড় দুই থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শিশুটির মাথায় আঘাত করে খুন করে জলে ফেলে দেওয়া হয় এমনটাই জানা যায়। এরপর খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

(২) জগাছায় ভাড়াটিয়া উচ্ছেদের ঘটনায় গ্রেফতার আরও ১

জগাছার উনসানিতে ভাড়াটিয়া উচ্ছেদের ঘটনায় মঙ্গলবার গ্রেফতার আরও ১। জগাছা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গেছে, জগাছা থানার পুকিশ গোপন সূত্রে জানতে পেরে সরস্বতী ব্রিজের এলাকার পাশ থেকে তাঁকে গ্রেফতার করে।

(৩) সলপ পাকুড়িয়ায় প্রাক্তন উপ-প্রধানের বাড়িতে দুস্কৃতি হামলা

সলপ-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধানের বাড়িতে হামলা দুস্কৃতীদের। সোমবার রাতে ঘটনাটি ঘটে পাকুড়িয়া এলাকায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পরেছে সমস্তটা। জানা গেছে প্রাক্তন উপ-প্রধানের নাম গোপাল ঘোষ। তিনি সলপ-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান ছিলেন। তাঁর বাড়িতে দুস্কৃতী হামলা নিয়ে হতবাক তিনি।

(৪) জয়পুরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভা

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া গ্রামীণ জেলার আমতা পশ্চিম চক্রের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। জয়পুরে এই সভায় উপস্থিত হয়ে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন বিধায়ক সুকান্ত পাল। একি সঙ্গে উপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

(৫) মানকুরে ‘সুকান্ত মেলা ২০২২’ উদ্বোধন করলেন মহকুমাশাসক, বিধায়ক

শুরু হয়ে গেল বাগনান মানকুরে ‘সুকান্ত মেলা ২০২২’। মহকুমাশাসক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এসডিপিও, বিধায়ক উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করেন। আট দিন ব্যাপি চলবে এই মেলা।

(৬) ভারপট্টিতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন

আন্দুল ভারপট্টিতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।

(৭) বড়গাছিয়ায় বাইক দুর্ঘটনা, আহত ১

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে জগতবল্লভপুর থানার বড়গাছিয়া এলাকায় আমতা-হাওড়া সড়কে। আহত এহন এক বাইক চালক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় এলাকায়।

(৮) সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজি, আটক ব্যক্তি

সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। স্থানীয়রাই ওই ব্যক্তিকে আটক করে তুলে দিল জগতবল্লভপুর থানার পুলিশের হাতে। জানা গেছে ওই ব্যক্তির নাম পীযুষ চক্রবর্তী। প্রায় আড়াই বছর ধরে তোলাবাজির কাজ করছেন। বিভিন্ন ব্যক্তিকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। তারপর বিভিন্ন অছিলায় টাকা তুলে যাচ্ছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার সাধারণ মানুষজন তাঁকে আটক করে। এরপর পুলিশের হাতে তুলে দেন।

(৯) ছোট রামতলায় বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকার এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছোট রামতলা এলাকায় একটি বাড়ি থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। নাম রবিন সেন, বয়স ৭২। কি কারণে তাঁর মৃত্যু তদন্ত করে দেখছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

(১০) চুরি যাওয়া ৩৩টি মোবাইল প্রাপকদের তুলে দিল পুলিশ

হাওড়া শিবপুর থানার পুলিশ ৩৩ টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রাপকদের হাতে। মঙ্গলবার সন্ধায় চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা। এসিপি সাউথ-২ এবং শিবপুর থানার আধিকারিকরা উপস্থিত থেকে মোবাইল গুলি ফিরিয়ে দেওয়া হল প্রাপকদের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *