চিনে বাড়ছে সংক্রমণ, লকডাউনের পথে হাঁটছে চিনফিং সরকার
রাজন্যা নিউজ ব্যুরো
সংক্রমণের ঢেউয়ে আবারও বিপর্যস্ত চিন। পরিস্থিতি যা আবারও লকডাউন ঘোষণার মুহুর্তে দাঁড়িয়ে দেশ। একপ্রকার বাধ্য হয়েই উত্তর-পূর্ব চিনের জিনিন প্রদেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ২ কোটি ৪০ লক্ষ বাসিন্দাকে কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটাতে হবে।
চিন থেকেই ছড়িয়েছিল করোনা সংক্রমণ। যা নিয়ে বারেবারে নাজেহাল হতে হয়েছে চিনকে। এবারে সংক্রমণ বাড়তে থাকায় জিনিন প্রদেশকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগের থেকে কিছুটা হলেও কড়াকড়ি হয়েছে চিনফিং সরকার।
উল্লেখ্য ২০১৯-এর শেষ পর্বে হুবেই প্রদেশের রাজধানী উহানে করকোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এরপর প্রথম পুরো প্রদেশে লকডাউন জারি হয়েছিল। যদিও সংক্রমণ ঠেকাতে পুরো প্রদেশটিকে বিচ্ছিন্ন করা হয়নি।