বীরভূমে শাসকদলের নেতার মৃত্যুর পর উত্তপ্ত এলাকা, একাধিক বাড়িতে আগুন, মৃতের সংখ্যা ৯!
রাজন্যা নিউজ ব্যুরো
বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে বোমা মেরে খুনের পর থেকেই উত্তপ্ত বীরভূম জেলার রামপুরহাট। সোমবার রাতে আগুন লাগানো হয় একাধিক বাড়িতে। মৃতের সংখ্যা ১০ বলে সংবাদসংস্থা সূত্রে খবর। তবে পুলিশের দাবি ৮। ঘটনায় ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিককে। পাশাপাশি অপসারণ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে এমনটাই প্রশাসন সূত্রে জানা গেছে।
ঘটনার প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে শাসকদল তৃণমূল নেতাকে বোমা ছুঁড়ে হত্যা। এরপর ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতারা। এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। রাত আটটার পরেই মোটর বাইক চেপে এলাকায় দুষ্কৃতিদের আনাগোনা শুরু হয়। আগুন লাগানো হয় বেশ কয়েকটি বাড়িতে। ভাঙচুর চালানো হয় এলাকায়। রাতভর তান্ডব চলে বলে খবর। আগুনে ঝলসে যান একাধিক গ্রামবাসী। তাঁদের নিয়ে আসা হয় রামপুরহাট হাসপাতালে। এখনও পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে রামপুরহাট হাসপাতালে বলে জানা গেছে। যারমধ্যে দুই শিশু ও ছয় মহিলা এবং এক ব্যক্তি রয়েছেন।
ঘটনার নিয়ে রাজনীতির পারদ চড়ছে। শাসকদলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। তবে এলাকাবাসী সংবাদমাধ্যমকে জানিয়েছে, এর আগে ভাদু শেখের দাদাকেও খুন করা হয়েছিল। সেটা ঘটেছিল বছরখানেক আগে। শাসকদলের কথায় ঘটনার পিছনে বিরোধীদের গভীর চক্রান্ত। রাজ্যের নাম কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনার সৃষ্টি করা হচ্ছে।
pic collected