সেনাবাহিনীর সাহায্যে সিকিমের ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরছেন আমতার ১৮ জন

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

পুজোর ছুটিতে সিকিমে বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হন আমতা চাকপোতার ১৮ জন পর্যটক। দুদিন আটকে থাকার পর সেনাবাহিনীর জওয়ানদের সাহায্যে বাড়ি ফিরছেন তাঁরা। ওঁদের অপেক্ষায় আমতার চাকপোতা গ্রাম।

দশমীর রাতে ৭ মহিলা এবং ৫ শিশু সহ মোট ১৮ জনের একটি টিম সিকিম ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। শিয়ালদহ থেকে ট্রেনে এনজেপি পৌঁছান। তারপর গ্যাংটক হয়ে লাচেন পৌঁছান। তারপর থেকেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পরিবারের সদস্য সায়ন মান্না জানান, দুদিন ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। টিভিতে ওখানকার ভয়াবহ পরিস্থিতির কথা দেখে চিন্তায় পরে যাই। তবে ওঁদের মতো রাজ্যে বহু পর্যটক উত্তর সিকিমে আটকা পড়েছিল সাহায্যে এগিয়ে আসেন সেনাবাহিনীর জওয়ান। পাহাড়ের গা দিয়ে অস্থায়ী রাস্তা করে প্রায় দুকিমি পথ পায়ে হেঁটে আসেন। তারপর একাধিক গাড়ী বদলে গ্যান্টকে ফেরেন।

চাকপোতার সুশান্ত খাঁড়া, প্রবীর, চন্দন, বিকাশ সহ মোট ১৮ জন এদিন গ্যান্টক থেকে শিলিগুড়ি ফিরছেন। সুশান্ত ফোনে জানান, “সেনা জওয়ানদের সাহায্য না পেলে আরো পনেরো দিন আটকে থাকতে হতো! খাওয়াদাওয়া, পানীয়জল, থাকার ব্যবস্থা করেন। শিশুদের গরম জলেরও ব্যবস্থা করেন।” রসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পল্লে এদিন জানান, ভয়াবহ প্রস্থিতির মুখ থেকে ওঁরা ফিরছে। পাহাড়ের গা দিয়ে প্রায় দুকিমি পথ পায়ে হেঁটে ফিরেছে। প্রশাসন পাশে ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *