T20 টিমে মেন্টর হতে পারেন ধোনি!

কল্যাণ অধিকারী ও ব্যুরো নিউজ

খবরটা যদি সত্যি হয় তবে তা অবশ্যই ভালো দিক। ভারতীয় ক্রিকেট টিমের সাফল্যের ‘শ্রী’ ফেরাতে এবার মাহিকেই প্রয়োজন। যে-কোন ফর্মাটে টিমের সাফল্য পেতে ধোনির মতো বুদ্ধিদীপ্ত খেলোয়াড়দের মেন্টর করে সাহায্য নেওয়া প্রয়োজন আছে। সম্প্রতিকালে ভারতীয় ক্রিকেট দল বেশ কয়েকটি সিরিজ লজ্জাজনক ভাবে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও খালি হাতে ফিরে আসতে হয়েছে। তা নিয়ে কম চর্চা হচ্ছে না।

সাফল্য পেতে মাহিকে মেন্টর করার ব্যবস্থা দ্রুত করা প্রয়োজন।রোহিত, কোহলীর বয়স বাড়ছে। হিট ম্যানের ব্যাটে রান আসছে না। ধীরে ধীরে ফর্ম ফিরে পাচ্ছেন কোহলী। অন্যদিকে অশ্বিনের বলে উইকেট মিলছে না। অশ্বিন, ভুবনেশ্বরদের নিয়ে আর বেশি পরীক্ষানিরীক্ষা না করাই প্রয়োজন! এবার নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে কোহলী, হার্দিকদের রেখে টিমের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তবে সবটাই নির্ভর করছে টিমে মেন্টর, কোচের দায়িত্ব অনুপাতে।

টি-টয়েন্টি ফর্মাটে মাহিকে বিশেষ দায়িত্বে আনলে ভারতীয় ক্রিকেট দলের হৃতগৌরব ফিরবে। ধোনির সঙ্গে খেলা খেলোয়াড়দের একাংশ বর্তমানে টিমের সদস্য। ফলে অনেকটাই বাড়তি সুযোগ পেতে পারেন ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক হারের পর সামনের বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই টিমের খোলনলচে বদলানো প্রয়োজন। বিদেশের মাঠে সেইভাবে সাফল্য কোথায়! আরশদীপ সিংহ, শামি, বুমরাহ’র বলে ধার রয়েছে। ইনসুইং ইয়র্কারের মতো অস্ত্র কাজে লাগাতে পারলেই সাফল্য আসবে। উইকেটের পিছনে কার্তিক এবং পন্থ দু’জনের মধ্যে অভিজ্ঞতার দিকে এগিয়ে কার্তিক। তবে, পন্থ বিদেশের মাঠে কিছু ইনিংস ভালো খেলেছেন৷ দলগতভাবে বিদেশের মাঠে সাফল্য পেতে আরো দায়িত্বশীল হতেই হবে।

আবারো বলি, টি-টোয়েন্টি ম্যাচে সাফল্য পেতে মেন্টর হয়ে ধোনি আসলে অবশ্যই তা দলের জন্য ভালো হবে। কিন্তু ভবিষ্যৎ কালে বিসিসিআই প্রধান হলে রাজনীতির শিকলে বাঁধা পড়বেন যদি না পুতুল হয়ে থাকেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *