আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ প্রথম চমক দিল সৌদি
কল্যাণ অধিকারী
স্কোর আর্জেন্টিনা ১, সৌদি আরব ২
দারুণ শুরু করেও ছন্দ ধরে রাখতে পারল না। প্রথম ম্যাচে হেরেই গেল এবারের বিশ্বকাপে অন্যতম দাবিদার টিম আর্জেন্টিনা। কেন এমনটা হল তা নিয়ে অনেক যুক্তিতর্ক চলবে। তবে বাস্তবটা হল, সৌদি গোলকিপার ম্যাচের সব রঙ নিজেদের দিকে টেনে নিলেন। হলুদ কার্ড দেখলেন, বল ধরতে গিয়ে নিজের টিমের একজনকে আহত করলেন। তারপরেও প্রতিপক্ষ টিমকে দ্বিতীয় গোল দিতে দিলেন না।
স্কোর আর্জেন্টিনা ১, সৌদি আরব ২অবিশ্বাস্য বললেও যা কম বলা হয়। প্রথম ১০মিনিটে গোল খেয়েও টিম সৌদি এতটুকু ফাঁক দিল না। পুরো টিম নিজেদের শেষটুকু দিয়ে লড়াই করে গেছে। ৩ পয়েন্ট ছিনিয়ে নিল তাঁরা। গোটা আর্জেন্টিনা খেলল, শুরুতে গোল দিল। কিন্তু ম্যাচে সেই জোশ দেখাতে পারল কোথায়। মেসি মেসি চিৎকার থাকলেও গোটা ম্যাচে আর্জেন্টিনা আহমরি খেলেছে এমনটা বড় সমর্থকও মানতে পারবে কি!
রেফরির কিছু সিদ্ধান্ত এদিন আর্জেন্টিনার পক্ষে ছিল না। নইলে ম্যাচ অন্যরকম হতে পারত। ম্যাচের ফল কথা বলে। তেমনটাই আজ সন্ধ্যায় হল। আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ প্রথম চমক দিল সৌদি আরব।
pic collected

