৩০ তারিখ থেকে ছুটবে হাওড়া-এনজেপি রুটে Vande Bharat ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ

এসে গেল রেক, শুরু ট্রায়াল রান। হাতে গোনা কটাদিন পরেই ছুটবে হাওড়া-এনজেপি রুটে Vande Bharat। প্রস্তুতি তুঙ্গে। সময় ঠিক হয়েছে সোকাল ৫টা বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে। আট ঘন্টায় পৌঁছে যাবে এনজেপি। গতি এখন ১৩০ কিমি থাকবে এমনটাই রেল সূত্রে জানা গেছে। এনজেপি থেকে ফিরতি পথে দুপুর ২টা পঞ্চাশ মিনিটে রওনা দেবে। হাওড়ায় পৌঁছাবে রাত ১০টা বেজে কুড়ি মিনিটে।

বন্দে ভারত ট্রেন নিয়ে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যে রেলের সাইট থেকে টিকিট কাটার জন্য তোরজোড় শুরু করেছেন অনেকে। ৩০ তারিখ থেকে উত্তরবঙ্গ সফর অনেকটাই সহজ ও সময় কমে আসছে। আট ঘন্টায় সাড়ে ৫০০ কিমি পথ অতিক্রম করবে বন্দে ভারত। এই পথে যাত্রা করতে যা ভাড়া ছিল তার থেকে অনেকটাই বেশি লাগছে ভাড়া। তারপরেও মানুষের টিকিট কাটার ইচ্ছে বেড়েই চলেছে।

হাওড়া-এনজেপি রুটে Vande Bharat এক্সপ্রেসে ভাড়া পড়ছে অনেকটাই বেশি। জানা গেছে, এসি চেয়ার কারের জন্য টিকিটের দাম ১,০২৩ টাকা এবং এগ্‌কিউটিভ ক্লাসের জন্য ২,১১৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *