করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক!

কল্যাণ অধিকারী

¤ শরীরে মৃদু উপসর্গ থাকায় ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি।
¤ খাদ্যমন্ত্রীর শরীরে হাই ডায়াবেটিস রয়েছে। বিষয়টি চিন্তায় রেখেছে চিকিৎসকদের।
¤ রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পর খাদ্যমন্ত্রীও করোনা আক্রান্ত হলেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শরীরে মৃদু উপসর্গ থাকায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীদের তালিকায় প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আগে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের। এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসেরও মৃত্যু হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এবার আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

খাদ্যমন্ত্রীর শরীরে হাই ডায়াবেটিস রয়েছে। করোনা রিপোর্ট পজিটিভ আসতেই এবং শরীরে মৃদু উপসর্গ থাকায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবিঃ সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *