দুদিনের ‘নবজোয়ার’ কর্মসূচিতে ৩ জুন হাওড়া জেলা সফর করবেন অভিষেক, প্রশাসন ও নেতা মন্ত্রীর ব্যস্ততা তুঙ্গে
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
‘নবজোয়ার’ কর্মসূচি মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন জেলা চষে ফেলছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘নবজোয়ার’ কর্মসূচি ইতিমধ্যে রাজ্যজুড়ে ভীষণ সাড়া ফেলেছে। এজেন্সি ও বিজেপি তাঁকে আটকানোর সবরকম চেষ্টা করছে এমনটাও অভিযোগ করেছে তৃণমূল। তারপরেও মাইলের পর মাইল এগিয়ে চলেছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলা হয়ে শনিবার দুপুরেই নবান্নের জেলা হাওড়ায় পৌছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া জুড়ে দুদিনের ঠাসা কর্মসূচি। দিনরাত এখন প্রশাসন ও নেতা মন্ত্রীর ব্যস্ততা তুঙ্গে।
তৃণমূলের গ্রামীণ জেলা নেতৃত্ব সূত্রে জানা গেছে, হাওড়ায় তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির শুরু হচ্ছে ৩ জুন শনিবার। ওইদিন হাওড়া গ্রামীণে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাগনান লাইব্রেরি মোড় থেকে একটি পদযাত্রায় অংশ নেবেন। যাবেন বাগনান খালোড় কালীবাড়ি মন্দিরে। সেখানে পুজো দেওয়ার কথা। ওইদিন শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠে জনসভা করবেন তিনি। আরও জানা গেছে, শ্যামপুর থেকে গড়চুমূক হয়ে ঢুকবেন উলুবেড়িয়া। তারপর খলিশানীতে মিছিল করবেন। পরে পাঁচলায় হবে দলীয় অধিবেশন।
ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ঘটনার জেরে ইতিমধ্যে গ্রামীণ হাওড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাগনান থানায় নিয়ে আসা হয়েছে ব্যারিকেড। বাগনান ১৬নং জাতীয় সড়ক, বাগনান লাইব্রেরি মোড়, খালোড় কালীবাড়ি মন্দির চত্বরের নিরাপত্তা ঘন ঘন খতিয়ে দেখছেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া। তাঁর সঙ্গে আছেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। উলুবেড়িয়ার মহকুমা শাসক সমীক কুমার ঘোষ। সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠে জনসভা করবেন সেখানেও যান। নিরাপত্তা খতিয়ে দেখেন। বুধবার দুপুরে পাঁচলা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক, ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, ছিলেন বিডিও, গ্রামীণ পুলিশের আধিকারিকরা। অন্যদিকে দলের অন্দরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল প্রত্যেকেই চুড়ান্ত ব্যস্ত। দলীয় বৈঠক করছেন, সভাস্থল ঘুরে দেখছেন। খালোড় কালীমন্দির, বেলপুকুর কলেজ মাঠে পৌঁছে যাচ্ছেন।
সদর তৃণমূল সূত্রে জানা গেছে, অভিষেকের হাওড়া সদর এলাকায় ‘নবজোয়ার’ শুরু হচ্ছে রবিবার ৪ জুন। পাঁচলায় দলীয় পতাকা উত্তোলন করে শুরু হবে দ্বিতীয় দিনের ‘নবজোয়ার’ কর্মসূচী। রানিহাটিতে পদযাত্রা করবেন তিনি। তারপর ডোমজুড় সলপের কাছে পাকুড়িয়া এলাকায় জনসভা করবেন অভিষেক। বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন। “পাকুড়িয়ার সমাবেশে লাখো মানুষের ভিড় হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এসে স্বাগত জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জনসভা করে তারপর রাত্রিবাস করতে যাবেন জগৎবল্লভপুর বিধানসভার ডোমজুড়ে। ওখানে আজাদ হিন্দ মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে অস্থায়ী তাঁবুতে রাত্রিবাস করবেন তিনি।”
collected pic