৮৮.১৭ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সোনা পেলেন নীরজ
রাজন্যা নিউজ
প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। লড়াইয়ে নামলে সামনে কে সেটা তো চিন্তায় থাকে। তবে পাকিস্তান হলে রক্ত এমনিতেই গরম করে দেয়। বিশ্ব অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিলেন তিনি। পাকিস্তানের আরশাদ নাদিমকে হারিয়ে সোনা জিতে নিলেন নীরজ। গড়লেন এক অনন্য রেকর্ড। পাকিস্তানের নাদিম লক্ষ্য পূরণে ছুড়লেও নীরজকে ছুঁতে পারেননি।
বুদাপেস্টে ৮৮.১৭ মিটার জ্যাভেলিন ছুঁড়ে প্রথম স্থান অর্জন করেন তিনি। দ্বিতীয় স্থানে নাদিম ছোঁড়ে ৮৭.৮২ মিটার।