কংক্রিটের রাস্তার শুভ সূচনা হল সাবসিটে

কল্যাণ অধিকারী

গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে আমতার সাবসিট গ্রামপঞ্চায়েতের গদি বাজার থেকে নিমতলা পর্যন্ত কংক্রিটের রাস্তার কাজের শুরু হল শনিবার। প্রায় সাড়ে ৫৫০ মিটার রাস্তা তৈরিতে ২৯ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। সূচনা করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। রাস্তার কাজের সূচনা হওয়ায় স্বস্তি গ্রামবাসীদের।

গ্রামীণ এলাকায় রাজ্য সরকারের কল্যাণমূলক কাজে গতি এসেছে। আমতা বিধানসভার বিভিন্ন এলাকায় পানীয়জন পৌঁছে দেওয়া, কঠিন ব্রজ্য নিষ্কাশন কেন্দ্রের উদ্বোধন সহ বিভিন্ন কাজকর্ম অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পরেই গ্রামীণ রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হল সাবসিট গ্রাম পঞ্চায়েত এলাকার গদিতে। ওই এলাকায় ইটের রাস্তা ছিল। বর্ষার সময় মানুষের যাতায়াতে অসুবিধার কথা বুঝেই এগিয়ে এসেছে প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি বিপণন পর্ষদের আর্থিক সহায়তায় রাস্তা নির্মাণ শুরু হল। এক থেকে দেড় মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হবে এমনটাই জানান সুকান্ত পাল।

বিধায়ক আরও জানান, “প্রায় তিনটি সংসদের তিন হাজারের বেশি মানুষজন উপকৃত হবেন। দীর্ঘদিনের এলাকার মানুষের চাহিদা ছিল। সেই চাহিদাকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়ের নির্দেশে ঝামটিয়া গ্রামের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করলেন বিধায়ক। এদিন বিভাগীয় চিপ ইঞ্জিনিয়ার, সুপারইনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শণ করার কাজ করা হয়। একিসঙ্গে জয়পুর গ্রামের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়রদের ওই টিম নিয়ে পরিদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *