ফসল অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল তেগেছিয়ায়
কল্যাণ অধিকারী
গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকে তেগেছিয়ায় ফসল অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল শুক্রবার। একিসঙ্গে নাড়া পোড়ানো বন্ধ করতে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির করলেন বিধায়ক। বার্তা দেওয়া হল, জমিতে ধানের নাড়া না পুড়িয়ে পরিবেশ রক্ষা করুন।
জানা গেছে, তেগেছিয়ায় আশি জন কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। পরিবেশ রক্ষার দায়িত্ব তাঁদের উপর বর্তায় এমনটাই জানিয়েছেন ব্লক কৃষি আধিকারিক। কৃষকেরা জানিয়েছেন, খেতি জমিতে কোনভাবেই নাড়া যাতে পোড়ানো না হয় তা অন্যান্য কৃষকদের বোঝাব। পরিবেশ রক্ষা পাক আমরাও চাই।
আমতা-২ ব্লকের জয়পুর থানার বিস্তীর্ণ এলাকা মূলত কৃষিভিত্তিক। এখানকার বাসিন্দাদের একটা বড়ো অংশ কৃষিকাজ করেই জীবিকা নির্ভর করে থাকেন। আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল এদিন জানান,”ফসল অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল। আমরা আজ কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। ধান কাটার পর জমিতে পড়ে থাকা নাড়া পোড়ানো মাটির ক্ষতি। পরিবেশ দূষণ হয়। সমস্তটা বোঝানো হয়েছে।”
নিজস্ব চিত্র