সপ্তাহখানেক বাকি গঙ্গাসাগর মেলা হাওড়ায় পৌঁছালেন কয়েকশো পুণ্যার্থী
কল্যাণ অধিকারী গঙ্গাসাগর
সপ্তাহ ঘুরলেই পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা গঙ্গাসাগর। শনিবার সন্ধ্যায় বিভিন্ন রাজ্য থেকে হাওড়া স্টেশনে আসলেন কয়েকশো পুণ্যার্থী। রবিবার সকালেই তাঁরা রওনা দেবেন সাগরের উদ্দেশ্যে এমনটাই জানালেন পুণ্যার্থীরা।
মেলা উপলক্ষে চরম ব্যস্ত প্রশাসন। শনিবার গঙ্গাসাগর গিয়ে পৌঁছেছেন রাজ্যের একাধিক মন্ত্রী। পরিদর্শন করলেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন। কপিলমনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা। এই উপলক্ষে হাওড়া স্টেশন হয়ে হাজার-হাজার পুণ্যার্থীরা পৌঁছাবেন বাবুঘাট। মেলার আগেই এক টুকরো ভারত হয়ে ওঠে বাবুঘাট চত্বর। সেইমতন হাওড়া স্টেশনে পৌঁছে গেলেন কয়েকশো পুণ্যার্থী।
হাওড়া স্টেশনে আসা পুণ্যার্থীদের একটা বড় অংশ এসেছেন রাজস্থান ও বিহার থেকে। সংখ্যায় প্রায় আড়াই’শ। পুণ্যার্থীদের কথায়, মেলার সময় ভিড়ের কথা লোকমুখে শুনেছেন৷ তাই মেলার আগেই নির্বিঘ্নে সাগরে ডুবকি দিতে চান। তারপর কপিলমনির আশ্রমে পুজো দিয়ে একরাত কাটিয়ে ফিরে আসবেন। পুণ্যার্থীদের মধ্যে সবথেক বয়স্ক ব্যক্তি বেগুসরাইয়ের অশোক সিংহ। বয়স সত্তরের দোরগোড়ায়। এর আগে দু’বার গঙ্গাসাগর আসলেও মেলার সময় আসেননি। এবার তাই মেলা শুরুর আগেই চলে এসেছেন।
গঙ্গাসাগর মেলায় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আসার আগে মেলার প্রস্তুতির কাজ দেখতে শনিবার পৌঁছে গিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, এছাড়া গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।