হাওড়ায় সিপিএমকে ধুয়ে দিলেন শশী পাঁজা
কল্যাণ অধিকারী হাওড়া
ইনসাফের দাবিতে রবিবাসরীয় ব্রিগেড ছিল বামেদের। লোকসভার আগে ‘ইনসাফ’ চেয়ে ব্রিগেডে যখন মীনাক্ষীরা গরমাগরম ভাষণ দিচ্ছেন ঠিক সেইসময়েই হাওড়ায় কড়া শব্দে বামেদের কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শশী পাঁজা।
রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করার লক্ষ্য নিয়েছিল সিপিএমের যুব সংগঠন। ব্রিগেডে মঞ্চ থেকে রাজ্য সরকারের সমালোচনায় এককাট্টা ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ নেতৃত্ব। রবিবারেই দুপুরে হাওড়া শরৎ সদনে একটি অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। সেখানেই সাংবাদিকদের সামনে বামেদের নিশানা করলেন মন্ত্রী।
এদিন বামেদেরকে লক্ষ্য করে শশী পাঁজা বলেন, “২০১১-র আগে যে ৩৪ বছরের সরকার ছিল, সেই সরকার এবং সেই পার্টি রাহাজানি, খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা, অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ায় জঙ্গি ট্রেড ইউনেনিজম দখল, পুকুরে বিষ, বহু বঞ্চনা হয়েছে খুন ইত্যাদি হয়েছে। এগুলোর জন্য বামপন্থী এবং লেফট ফ্রন্ট তাঁরা কি কোন অনুশোচনা করেছেন? ক্ষমা চেয়েছেন মানুষের কাছে? নাইনসাফি করেছেন ইনজাসটিস করেছেন তারজন্য আপনি ক্ষমা চেয়েছেন? প্রায়শ্চিত্ত করেছেন? তারপর তো ইনসাফের কথা আসবে!”
দীর্ঘ ৩৪ বছর বামেদের শাসন ছিল রাজ্যে। ২০১১ সালে পালাবদলের পর ক্ষমতায় আসে তৃণমূল। তারপর ১৬ এবং ২১-এর বিধানসভা ভোটে বাংলার ক্ষমতায় শাসক তৃণমূল। এখনো ৩৪ বছরের বাম আমলের অপশাসনের অভিযোগ তোলা হয়। সামনেই লোকসভা ভোট। রবিবার বামেদের ব্রিগেডের সভার দিনে গঙ্গার পশ্চিম পাড়ে ফের পুরনো অস্ত্রেই বামেদের নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।