গঙ্গাসাগর মেলায় উত্তরপ্রদেশের অসুস্থ বৃদ্ধার চুরি ৬০ হাজার টাকা-মোবাইল

কল্যাণ অধিকারী, গঙ্গাসাগর

গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে ছিনতাইবাজের খপ্পরে পড়লেন উত্তরপ্রদেশের এক অসুস্থ বৃদ্ধা ও তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে গঙ্গাসাগর মেলার ২ এবং ৩ নম্বর গেটের কাছে সাগরে। প্যান্টে ছিল ৬০-৭০ হাজার টাকা ও একটি মোবাইল। ওই প্যান্টটি নিয়ে পালিয়েছে চোর। টাকা-মোবাইল খুইয়ে আতান্তরে পড়েছেন বৃদ্ধা। ঘটনার বিষয় মেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা মায়া ত্রিপাঠি।

উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে গঙ্গাসাগর মেলায় শুক্রবার আসেন মায়াদেবী। কোমর থেকে ডান পায়ে আঘাত থাকায় ঠিকঠাক হাঁটতে পারেন না। ছেলে-বৌমার সঙ্গে নিজস্ব গাড়িতেই এসেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলেও বাধ সাধলো রবিবার সাগরে স্নানে এসে। পুণ্যের জন্য স্নানের পর গরীব মানুষদের হাতে অর্থ তুলে দেবেন। সেইমতন ৫০-৬০ হাজার টাকা নিয়ে সাগরে আসেন। অচেনা ঠেলাওয়ালার খপ্পরে পড়ে যান এমনটাই জানিয়েছেন তিনি। সমস্তটাই নজরে রেখেছিল ওই চোর। নাতির কাছে প্যান্ট রাখা ছিল। ওই প্যান্টে ছিল সমস্ত টাকা ও একটি কুড়ি হাজার টাকা মুল্যের মোবাইল। তা নিয়েই চম্পট দিয়েছে ওই ঠেলাওয়ালা।

বৃদ্ধার কথায়, “কোমর থেকে ডান পা কার্যত অকেজ! স্ক্রাচের উপর ভর করেই চলাচল করতে হয়। তাও মনের ইচ্ছের উপর ভর করেই ছেলে-বৌমা ও নাতিদের সঙ্গে এসেছি গঙ্গাসাগরে। এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। তাই ভরসা করে চারশো টাকায় ঠেলা ওয়ালার সঙ্গে সাগরে আসেন। স্নান সেরে নাতিদের জামা-কাপড় পড়ানোর সময় ওই ঠেলাওয়ালা চোর প্যান্ট ও প্যান্টে রাখা ৫০-৬০ হাজার টাকা এবং একটি দামি মোবাইল নিয়ে পালিয়েছে। ওই টাকা গরীবদের হাতে দেবার জন্যেই এনেছিলাম। ফোন খুইয়ে যোগাযোগ করতেও পারছেন না।”

মায়াদেবী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে টাকা ও মোবাইল ফিরে পাবেন তা নিয়ে আতান্তরে পড়েছেন বৃদ্ধা। সোমবার বেলায় ছেলে-বৌমার সঙ্গে ফিরে যাবেন উত্তরপ্রদেশ। এর আগে হরিদ্বার, বেনারস ঘুরেছেন। শেষ ইচ্ছে ছিল গঙ্গাসাগরে স্নান সারা ও কপিল মুনির মন্দিরে পুজো দেওয়া। নির্বিঘ্নেই পৌঁছে ছিলেন সাগরে। কিন্তু স্নানে গিয়েই সর্বস্ব খুইয়ে মন খারাপ বৃদ্ধার।

রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “এখনো পর্যন্ত ৪১ টি পকেটমারীর ঘটনা ঘটেছে। যার মধ্যে ৩৮টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ২৫০ জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেফতার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *