গ্রামীণ-এ রাতের অন্ধকারে বাড়ছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা, কিনারা হোক দাবি স্থানীয়দের

কল্যাণ অধিকারী

বীরশিবপুরে রাত ৯টার সময় বন্দুক-ছুরি দেখিয়ে দুই কিশোরের মোবাইল, টাকা নিয়ে পালালো চোর।
আতঙ্কিত দুই কিশোর উলুবেড়িয়া থানায় অভিযোগ জমা দিলেন।
জনবসতি বাড়ছে কিন্তু রাস্তায় সমস্ত জায়গায় আলো দেওয়া হয়নি! অন্ধকারে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।
একমাসে ছিনতাইয়ের ঘটনা দশ থেকে বারো বার ঘটেছে, ক্ষোভ বেড়েছে স্থানীয়দের এমনটাই দাবি।
জুলাই মাসের শেষের দিকে জয়পুর থানার জোড়বাঁধ এলাকায় কিশোরের মোবাইল ছিনিয়ে নিয়ে পালায় দুই বাইক আরোহী।

পালসার বাইকে দুই বাইক আরোহী। একজনের মুখে মাস্ক, অন্যের মুখে রুমাল। রাত ৯টা নাগাদ দুই কিশোর সাইকেল চড়ে যাবার সময় তাদের রাস্তা আটকে দাঁড়ায়। বন্দুক, ছুরি দেখিয়ে যা আছে বের করতে বলে। তারপর দুটি মোবাইল, টাকা নিয়ে মোটরবাইক চালিয়ে চম্পট দেয়। শনিবার রাতে উলুবেড়িয়া থানার বীরশিবপুরের ঘটনা। আতঙ্কিত দুই যুবক রাতেই উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় দুই যুবক সুজয় কর্মকার ও বিশ্বজিৎ ঘোষ সাইকেলে চড়ে রাত ৯টা নাগাদ বিরশিবপুর মোড়ের দিকে যাচ্ছিলেন। অন্ধকার রাস্তায় দুই বাইক আরোহী এসে পথ আটকায়। কিছু বোঝার আগেই একজনের হাতে বন্দুক, অন্যজন ছুরি তাক করে দাঁড়িয়ে যায়। কি আছে বের কর বলতে থাকে। ভয়ে দুটি স্মার্টফোন, টাকা বের করে দেয়। তারপর পালসার ২২০মোটরবাইক চালিয়ে পালিয়ে যায়। একজনের মুখে মাস্ক ও অন্যের মুখে রুমাল ছিল। মুখ চিনতে পারা যায়নি। অন্ধকার পথে এমন দুস্কৃতি হামলার ঘটনায় হতবাক দুই কিশোর।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় জনবসতি বাড়ছে কিন্তু রাস্তায় সমস্ত জায়গায় আলো দেওয়া হয়নি। অন্ধকারে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। সন্ধে নামলে পথ চলতে চিন্তা হয়। লকডাউনে বহু মানুষ কাজকর্ম হারিয়েছে। টাকা-পয়সা না থাকায় বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতন ঘটনা। এদিনের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। বীরশিবপুরের ওই এলাকায় একমাসে এইরকম ছিনতাইয়ের ঘটনা দশ থেকে বারো বার ঘটেছে! স্বাভাবিক ভাবে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের এমনটাই দাবি। তাঁরা আরও জানান, পুলিশ টহল দেয় কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যে ছ’টার পর থেকে রাত দশটা পর্যন্ত এইরকম ছিনতাইয়ের ঘটনা লেগেই আছে এলাকায়। ফলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জুলাই মাসের শেষের দিকে একিভাবে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে জয়পুর থানার জোড়বাঁধ এলাকায়। রাত ৯টা নাগাদ কাজ শেষ করে বাড়ি ফিরছিল শুভেন্দু দলুই। জোড়বাঁধ এলাকায় হঠাতি একটি বাইক এসে সামনে দাঁড়িয়ে যায়। কিছু বোঝার আগেই বাইকের পিছনের সিটে বসে থাকা যুবক শুভেন্দুর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তারপর বাইক নিয়ে দ্রত গতিতে পালিয়ে যায়। রাতেই জয়পুর থানায় অভিযোগ জানিয়েছিল শভেন্দু। গ্রামীণ এলাকায় ক্রমাগত বাড়তে থাকা মোবাইল চুরির ঘটনার কিনারা হোক দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *