গঙ্গার নিচে দিয়ে মেট্রোয় যাত্রা অপেক্ষায় প্রহর গুনছে হাওড়া বাসি

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

উদ্বোধনের অপেক্ষায় হাওড়া মেট্রো স্টেশন। ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম প্রস্তুত। সবুজ ঝান্ডা নেড়ে দিলেই হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে গঙ্গার নীচে দিয়ে ধর্মতলা পর্যন্ত ছুটবে মেট্রো। বুধবারের দিনটার অপেক্ষায় প্রহর গুনছে হাওড়া বাসি!

প্রধানমন্ত্রী ৬ তারিখ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো সেকশন উদ্বোধন করবেন। ইতিমধ্যে ‘গভীরতম’ স্টেশনে আখ্যা পেয়েছে হাওড়া মেট্রো স্টেশন। ‘গভীরতম’ মেট্রো স্টেশনে প্রবেশের আগে কি বলছেন হাওড়ার মানুষজন? উত্তরপাড়ার বাসিন্দা গৌতম দাস। ছেলে গড়িয়ায় একটি ব্যাংকে চাকরি করে। কিন্তু সমস্যা যাতায়াতের। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হলে অত্যন্ত সুবিধা হবে। পাপিয়া অধিকারী কদমতলা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে চাকরি করেন। নিয়মিত নিউটাউনে বাসভবনে পৌঁছাতে রাস্তার যানজট সমস্যায় পড়তে হয়। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের উদ্বোধন হতে চলেছে। পাপিয়ার কথায়, গঙ্গার নীচে দিয়ে মেট্রো পরিষেবা মিলবে যা অত্যন্ত খুশির খবর। তবে হাওড়া ময়দান থেকে শিয়ালদা দ্রুত যুক্ত হোক। তাহলে হাওড়া ময়দান থেকে মেট্রো পথে সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছাতে অনেক সময় বাঁচবে।

হাওড়া ময়দান থেকে মেট্রো ছেড়ে প্রথম থামবে হাওড়া স্টেশন। তারপর নব মহাকরণ স্টেশন। তার আগে নদীর তলায় দু’টি টানেল ৫২০ মিটারের। ৩০ মিটার নদীর গভীর দিয়ে দৌড়বে এই মেট্রো। শেষ স্টেশন এসপ্ল্যানেড। বুধবার উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান থেকে মেট্রো। এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আর অল্প সময়ের অপেক্ষা ৷ তারপরেই হাওড়া স্টেশন থেকে মানুষ মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এই মেট্রো পথ চালু হয়ে গেলে সুবিধা হবে লক্ষাধিক যাত্রীর৷ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই এই পরিষেবা চালু হবে। পাশাপাশি স্টেশন সাজিয়ে তোলা হয়েছে আধুনিকতার মিশেলে।

সংগৃহীত ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *