ঐতিহাসিক মেট্রো সফরের যাত্রী হওয়ার অপেক্ষায় হাওড়াবাসী
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকাল থেকেই যাত্রি পরিষেবা শুরু হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো। প্রথম সফরের যাত্রী হতে অপেক্ষার প্রহর গুনছে হাজারো মানুষজন। সোম থেকে শনি প্রতিদিন মোট ১৩০টি পরিষেবা মিলবে। তবে রবিবার এই সেকশনে চলবে না মেট্রো।
গঙ্গার নিচ দিয়ে মেট্রো চেপে যাওয়ার ইচ্ছে রাজ্যবাসীর বহুদিনের। গত ৬ মার্চ দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সপ্তাহখানেক পর যাত্রি পরিষেবা শুরু হতে চলেছে। এদিন থেকে সকাল ৭টায় হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে পরিষেবা মিলবে। সকালের প্রথম দু ঘন্টা ১৫মিনিট অন্তর চলবে। ৯টা থেকে ১১ টা অবধি অফিস টাইমে ১২ মিনিট তারপর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫ মিনিট ব্যবধানে চলবে। বিকেল ৫টা থেকে রাত আটটা অবধি ব্যস্ত সময় ১২ মিনিট অন্তর। ৮টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে।
নিত্য যাত্রীদের একটা বড় অংশ যারা এতদিন বাসে করে ধর্মতলা যেতেন, এবার ট্রেন থেকে নেমেই মেট্রো ধরবেন। একি সঙ্গে অফিস যাওয়া-আসা করা যাত্রীদের চাপ থাকবে হাওড়া স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের মুখে। ব্যান্ডেলের বাসিন্দা অয়ন্তিকা দাস জানান, নিত্যদিনের সমস্যা স্ট্যান্ডরোড। ঝক্কি পোহাতে হতো ট্রেন ধরতে। এবার অন্তত সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে। বাগনানের ব্যবসায়ী বিশ্বনাথ অধিকারী জানান, এই গরমে দীর্ঘ ট্রাফিক জ্যামে বাসে বসে গলদঘর্ম অবস্থা থেকে মুক্তি মিলবে। হাওড়ার বাসিন্দা তিসা দে জানান, গঙ্গার নিচে দিয়ে মেট্রোয় চেপে যাব এটা অনেক আগে থেকেই মনে জায়গা করে নিয়েছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে।