একশো দিনের কাজে মাইনে বাড়াল কেন্দ্র

ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ

লোকসভা ভোটের মুখে একশো দিনের কাজের মজুরি বাড়াল কেন্দ্র। এতে করে উপকৃত হবে এই কাজের সঙ্গে জড়িত মানুষজন। একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ রাজ্যের। তারমধ্যেই মাইনে বাড়ানো হল একশো দিনের সঙ্গে যুক্ত শ্রমিকদের।

কেন্দ্রের পক্ষ থেকে মাইনে করা হয়েছে ২৫৫টাকা। এতদিন দিনে ২৩১ টাকা করে মাইনে পেতেন শ্রমিকরা। এবার তা বৃদ্ধি করে ২৫৫ টাকা করা হয়েছে। গ্রাম্য এলাকার শ্রমিকদের জন্য যা অত্যন্ত ভালো খবর। কিন্তু ভোটের মুখে বেতন বৃদ্ধি অনেকেই এটাকে নির্বাচন গিমিক বলছেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *