রবিবাসরীয় জমজমাট ভোট প্রচারে প্রসূন ২৯ তারিখ হাওড়ায় আসছেন অভিষেক
কল্যাণ অধিকারী
হাওড়ায় রবিবাসরীয় জমজমাট ভোট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। প্রার্থীর সঙ্গে ওয়ার্ড ধরে ধরে এলাকা চষে ফেললেন তৃণমূল কর্মীরা। ছিলেন হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র এবং অনুগামীরা।
সকাল ১০ টা নাগাদ গুড খোলা গাড়িতে চেপে বালির ৮, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডে র্যালি করেন। প্রচুর সংখ্যায় কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বহুতলের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায় মহিলাদের। প্রচারে লক্ষ্মী ভান্ডার সহ রাজ্যের একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়। রোদ উপেক্ষা করে প্রচার ছিল তুঙ্গে। সাংসদের কথাতেও ধরা পড়লো এলাকার ছেলের তত্ত্ব। ঘরের ছেলে হয়েই যেমনটা ছিলেন আগামী পাঁচ বছর সেভাবেই পাশে থাকবেন কথা দিয়ে গেলেন।
বিকেল হতেই বালির ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে শুরু হয় র্যালি। হুড খোলা গাড়িতে গোলাপি রঙের পাগড়ি মাথায় ছিল প্রসূন ব্যানার্জি। পাশে সর্বদা ছায়া সঙ্গী ছিলেন কৈলাশ মিশ্র। হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতির অনুরাগীদের সঙ্গে নিয়ে প্রচারে প্রথম থেকে প্রচারে পা মিলিয়েছেন। এদিন দেখা গেল প্রচারে চোখে পড়ার মতো ভিড় ছিল মহিলাদের। কেউ কেউ জলের বোতল তুলে দেন প্রসূনের হাতে। আবার কেউ আবদার করলেন সেলফি তোলার। এভাবেই রবিবাসরীয় জমজমাট প্রচার সারলেন হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।
আগামী ২৯ এপ্রিল হাওড়া সদরে ভোট প্রচারে ঝড় তুলতে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসূনের সমর্থনে বালটিকুরি বাজার থেকে ইছাপুর অবধি র্যালি করবার কথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ওই কর্মসূচি নিয়ে ইতিমধ্যে রূপরেখা প্রস্তুত এমনটাই তৃণমূল সূত্রে খবর।