শ্যামপুরে পুকুরে তলিয়ে মৃত্যু তরুণীর শোকের ছায়া

কল্যাণ অধিকারী

শ্যামপুর মামার বাড়িতে বিশালাক্ষ্মী পুজোয় এসে পুকুরে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হল এক তরুণীর। খাড়ুবেড়িয়া গ্রামের ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ। বয়স ২০। শোকের ছায়া এলাকায়।

জানা গেছে, শ্যামপুর-২ ব্লকের খাড়ুবেড়িয়া গ্রামের প্রিয়াঙ্কা পাশের গ্রামে মামার বাড়ি আসে। বৃহস্পতিবার নস্করপূরে ৩২৭ বছরের প্রাচীন বিশালাক্ষ্মী পুজো অনুষ্ঠিত হচ্ছিল। সেইমতন পুজো দেবে বলে ভাইয়ের সাথে পুকুরে স্নানে নামে। অনেকের মাঝেই কোনভাবে তলিয়ে যায়া প্রিয়াঙ্কা। দিদির খোঁজ না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানায় ভাই। স্থানীয়রাই পুকুরে খোঁজাখুঁজি করেন। প্রায় আধঘন্টা পর তরুণীর দেহ উদ্ধার করা হয়। দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুজো কমিটির সদস্যদের কথায়, ৩২৭ বছর প্রাচীন পুজো। হাজারো মানুষের ভিড়। পুকুরে স্নানে নেমে কোনভাবে তলিয়ে যায়। বিষয়টি জানার পরেই দ্রুত উদ্ধার শুরু হয়। জাল টানতেই উদ্ধার হয় তরুণী। হাঁসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। বহু মানুষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে কখনোই কেউ ভাবেনি। শোকার্ত পরিবারের পাশে আমরা সকলেই রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *