২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা বাঁকড়ায়
কল্যাণ অধিকারী
আগামী ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচি সাফল্যমন্ডিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বাঁকড়া-৩ নম্বর এলাকায়। মঙ্গলবার বাঁকড়া সরদার পাড়ায় আশানুর সর্দারের নেতৃত্বে সভায় ছিলেন কর্মী সমর্থকরা।
জানা গেছে, ২১ সে জুলাই ধর্মতলায় যাবার জন্য প্রস্তুতি সভা ও পঞ্চায়েতের সদস্যদের নিয়ে উন্নয়নের বার্তা দেন তৃণমূল কার্যকর্তারা। সভার শেষে আশানুর জানান ২১ জুলাই শহীদদের স্মরণে কর্মীদের ধর্মতলায় নিয়ে যাওয়া হবে। তারই আগাম প্রস্তুতি হিসাবে সভা যেমন হলো এর পাশাপাশী বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের ১৪ জন সদস্যদের নিয়ে অসাধু ব্যক্তিদের বার্তা দিতে ও এলাকার উন্নয়ন যাতে না আটকায় মানুষ পরিষেবা পায় সেই নিয়ে আলোচনা হল।