সিঁদুরে অসীম বীরত্ব প্রদর্শন স্বাধীনতা দিবসে সম্মাননা বিএসএফ জওয়ানদের

রাজন্যা নিউজ ব্যুরো

অপারেশন সিঁদুরের সময় অসাধারণ সাহস ও অতুলনীয় বীরত্ব প্রদর্শনের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ১৬ জন সদস্যকে বীরত্ব পদক দিয়ে ভূষিত করা হয়েছে। এই আধা সামরিক বাহিনী ভারতের পশ্চিম সীমান্তে ভারত-পাকিস্তান সীমান্ত রক্ষার দায়িত্বে সদা নিয়োজিত। তাঁদের নিরন্তর কর্মপ্রচেষ্টা সাধারণ ভারতবাসীকে নিশ্চিন্তে রেখেছে।

বিএসএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ‘এই স্বাধীনতা দিবসে, অপারেশন সিঁদুরের সময় দৃঢ় ও অবিচল থাকার জন্য ১৬ জন সাহসী সীমা প্রহরী (সীমান্তরক্ষী) তাঁদের অসাধারণ সাহস এবং অতুলনীয় বীরত্বের জন্য বীরত্ব পদক পাচ্ছেন।’ বিএসএফ আরও উল্লেখ করেছে, এই পদকগুলো দেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ, যা ভারতের প্রথম প্রতিরক্ষা রেখা-বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর রাখা হয়েছে।

পদকপ্রাপ্তদের মধ্যে একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তা, দু’জন সহকারি কমান্ড্যান্ট এবং একজন ইন্সপেক্টর রয়েছেন। অপারেশন সিঁদুরের সময় ভারত ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই হামলায় বহু জঙ্গি হতাহত হয়েছে। প্রথমে এই হামলা নিয়ে পাকিস্তান সত্য গোপন করতে চাইলেও পরে সব জানাজানি হয়ে যাওয়ার পর অস্বস্তিতে পড়ে। ভারতের হামলার পরে পাকিস্তান পাল্টা কয়েকবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বিশেষ কিছু করতে না পেরে শেষ অবধি সংঘর্ষ বিরতি চুক্তির আবেদন করে ও ভারত তাতে রাজি হয়।

গত এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবেই অপারেশন সিঁদুর করা হয়েছিল। নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার পরই ভারত সরকার কড়া অবস্থান নেয় ও পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *