গ্রামীণ হাওড়ার বন্ধ থাকা রুটে শুরু হয়েছে বাস পরিষেবা খুশি ফিরেছে যাত্রী মহলে
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
আমতা ও বাগনান থেকে ধর্মতলা সিটিসি বাস পরিষেবা সে কবেই বন্ধ হয়ে গিয়েছে। আমতা থানা থেকে হাওড়া ভায়া মুন্সিরহাট বাস পরিষেবাও দেড় দশক বন্ধ। এবার নতুন করে বেশ কয়েকটি রুটে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য আমতা থেকে ধর্মতলা ভায়া মুন্সিরহাট, কুলিয়া-নিউটাউন ভায়া করুণাময়ী বাস। নতিবপুর-করুণাময়ী ভায়া ধর্মতলা, নারীট-নিউটাউন, তারকেশ্বর থেকে গাদিয়াড়া ভায়া বাগনান। এমনটা হওয়ায়û খুশি মুখে বাস ধরছেন যাত্রীরা।
জানা যাচ্ছে, ক’দিন বাদেই শুরু হতে চলেছে মুন্সিরহাট-নিউটাউন ভায়া দক্ষিণেশ্বর য়ারপোর্ট বাস পরিষেবা। কথাবার্তা চলছে নতিবপুর নিউটাউন ভায়া এক্সাইড, এবং কুলিয়া-ধর্মতলা বাস পরিষেবা। আরও বেশ কয়েকটি রুটে বাস চালানোর জন্য কথাবার্তা এগিয়েছে। আমতাবাসী চাইছে পূণরায় চালু হোক আমতা- হাওড়া ভায়া আ¨ুল ৬১ বাস পরিষেবা। বহু পুরনো একটি রুট ছিল ৬১এ। আলমপুর, আ¨ুল যাবার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমতা থেকে ট্রেন চালু হওয়ার পর বাসে যাত্রী না হওয়ার কারণে বন্ধ হয়ে যায় জনপ্রিয় রুটটি। মেচেদা-আমতা একটি রুট চাইছেন গ্রামীণ এলাকার মানুষজন। সুপ্রিয় বাগ নামে এক মাছ ব্যবসায়ীর কথায়, আমতা-সহ আশপাশের এলাকার বহু মাছ ব্যবসায়ী আছেন যারা প্রতিদিন মাছ কিনতে ভোরবেলায় মেচেদা যান। কিন্তু সরাসরি কোন বাস না থাকায় খুব সমস্যায় পড়তে হয়। একি দাবি ফুল ব্যবসায়ীদের। সোমনাথ, অসীম, আন¨ মাইতি প্রত্যেকে ফুল কিনতে যায় কোলাঘাট। সরাসরি গাড়ি না পাওয়ার কারণে বহন খরচ ও সময় পড়ে যায় বেশি। আমতা থেকে বাগনান হয়ে মেচেদা বাস oুত চালু হোক সুবিধা হবে ব্যবসায়ীদের।
গত কয়েক বছরে ধারাবাহিকভাবে হাওড়ার বিভিন্ন রুটে বাসের সংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছে। ই সুযোগকে কাজে লাগিয়ে দেদার বেড়েছে অটো ও টোটোর দাপাদাপি। কিন্ত অটো ও টোটো তো যাত্রীদের আর কলকাতা যাবে না। সময়ে অফিস পৌঁছাতে যাতে ভোগান্তির মুখে পড়তে না হয়, এই কারণে বাধ্য হচ্ছেন বাইক নিয়ে কলকাতায় যেতে। খরচ পড়ে যাচ্ছে বেশি। এই অবস্থায় জেলার একাধিক রুটে নতুন করে বাস চালানোর পারমিট দিচ্ছে পরিবহণ দপ্তর। তার জন্য আগ্রহী বাস মালিকদের কাছ থেকে দরপত্রও আহ্বান করা হয়েছে মনটাই জানা যাচ্ছে।

