হল না স্বপ্ন পূরণ, ডুরান্ডের ফাইনালে ৬-১ গোলে চূর্ণ ডায়মন্ড হারবার এফসি
কল্যাণ অধিকারী রাজন্যা নিউজ
স্বপ্ন দেখেছিল আপামর ফুটবল প্রেমিক। হল না স্বপ্ন পূরণ। ডুরান্ডের ফাইনালে নর্থইস্টের কাছে ৬-১ গোলে হেরে রানার্স অভিষেকের দল ডায়মন্ড হারবার এফসি।
ফাইনালে মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই তো কি হয়েছে, বাংলার টিম ডায়মন্ড হারবার এফসি তো রয়েছে। তারা বঙ্গ ফুটবলকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর ও সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে উঠেছিল ডায়মন্ড হারবার এফসি। তাই প্রত্যাশা ছিল দ্বিগুণ। ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গন ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু খেলায় সেভাবে মেলে ধরতে পারল না। রানার্স হয়েই মাঠ ছাড়তে হল। অভিষেকের টিম ডায়মন্ড হারবার এফসি।

