RG Kar: সিবিআই বাড়ি ছাড়তেই অতীন ঘোষের মন্তব্যে শোরগোল

ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ: কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল নেতা অতীন ঘোষের বাড়িতে শুক্রবার প্রায় ঘণ্টা দুয়েক ধরে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।তারপর শ্যামবাজারের বাড়ি ছেড়ে চলে যায় তদন্তকারী আধিকারিকরা। এরপরেই মুখ খোলেন অতীন। তাঁর মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

আরজিকর কান্ড নিয়ে আবারও তদন্তে জোর দিয়েছে সিবিআই। শুক্রবার তদন্তকারী আধিকারিকরা অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে আসেন। মূলত আর্থিক কেলেঙ্কারির বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে অতীন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন,’ভারতীয় ন্যায়সংহিতার ১৭৯ ধারা অনুযায়ী আমাকে নোটিস পাঠানো হয়েছিল।  আমি আর জি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলাম। সে ব্যাপারেই প্রশ্ন ছিল। আধিকারিকদের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে অতীন স্পষ্ট জানান, তিনি সব উত্তর দিয়েছেন। নাগরিক হিসেবে তাঁর সহযোগিতা করা উচিত, তিনি তাই করেছেন।

অতীনের মেয়ে অবশ্য বাড়িতে সিবিআইয়ের হানা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর টুইটে ইঙ্গিত, তদন্তের নামে রাজনৈতিকভাবে ‘বাবাকে’ অপমান করা হচ্ছে। শাসক দলের অনেক নেতানেত্রীকেও একই সুরে বলতে শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *