জন্মদাত্রী মাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

জন্মদাত্রী মাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল ছেলেই! ঘটনার ২ বছরের মধ্যেই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কোচবিহার জেলা আদালত। সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে গুণধর ছেলের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম মিঠুন সরকার। কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ীর সাজেরপার কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা তিনি। ২০২৩ সালে ১৬ জুন বৃদ্ধা মা বাসনা সরকারের কাছে টাকা চায় মিঠুন। টাকা না দেওয়ায় শুরু হয় বচসা। বচসা চরমে পৌঁছালে সত্তর বছরের বৃদ্ধা মাকে খুন করে মাটিতে পুঁতে রাখে মিঠুন। এই ঘটনায় পুন্ডিবাড়ি থানায় ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরের দিনই ফালাকাটা থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। প্রায় দুই বছরের মধ্যে চার্জশিট দেয় পুলিশ। বুধবার মিঠুনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় কোচবিহার জেলা আদালত।

মামলার সরকারি তরফের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় বলেছেন, ‘যে মা জন্ম দিয়েছিল সেই মাকে মিঠুন সরকার প্রাণভিক্ষাটা পর্যন্ত দেয়নি। দোষীর ফাঁসির সাজা চাওয়া হয়েছিল। বিচারক সবদিক খতিয়ে দেখে সাজা ঘোষণা করেছেন। মামলায় মোট ১৭জন সাক্ষী দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *