টার্গেট ২৬, হাওড়ার সবকটি আসন ধরে রাখতে হবে জেলা সংগঠনকে বার্তা অভিষেক
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
রাজ্যের বিভিন্ন জেলা ধরে-ধরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়া জেলা সদর ও গ্রামীণ নেতৃত্বকে নিয়ে আলাদা করে বৈঠকে বসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন অভিষেক। তেমনি হাওড়া পুরসভায় টানা সাত বছর ভোট না-হওয়ার প্রসঙ্গও উঠেছে এবং আশ্বাস মিলেছে।
তৃণমূল সূত্রে জানা গেছে, ২৬-র বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠনকে আরও মজবুত করতেই জেলা ভিত্তিক সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। এ দিন কলকাতায় ক্যামাক স্টিটের দফতরে প্রথমে হাওড়া সদরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন। অভিষেকের সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। মন্ত্রী অরুপ রায়, মনোজ তিওয়ারি এছাড়াও ছিলেন সদরের বিধায়ক, সভাপতি, চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। দলের সরকারি প্রকল্পের প্রচারে জোড় দেওয়ার নির্দেশ দেন অভিষেক। পাশাপাশি সংগঠনকে মজবুত করে ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই বৈঠকে হাওড়া পুরসভায় টানা সাত বছর ভোট না-হওয়ার প্রসঙ্গ ওঠে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে নেতৃত্বকে আশ্বস্ত করেছেন। এ প্রসঙ্গে বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরি বলেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে তাঁর বক্তব্যের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সবাই তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি ছাব্বিশের নির্বাচনে হাওড়ার সবকটি বিধানসভা আসনে জয়ী হয়ে তাঁকে উপহার দেব। সেই লক্ষ্যে এখন থেকেই নেমে পড়ছি।
এরপর হাওড়া গ্রামীণের সংগঠনকে নিইয়ে বৈঠকে বসেন। ছিলেন মন্ত্রী পুলক রায় সহ গ্রামীণের সমস্ত বিধায়ক-বিধায়িকা। বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়। বিধানসভা ভোটে আর সময় বেশি নেই। তাই আর ঘুরে বেড়ালে চলবে না। সংগঠনকে কিভাবে আরও মজবুত করা যায় তা নিয়েও কথাবার্তা হয়। একিসঙ্গে বৈঠকে উঠে এসেছে একাধিক যুক্তি। গত লোকসভা ভোট, গত বিধানসভা ভোটে যে সমস্ত বুথে দলকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে সেইসমস্ত বিষয় বৈঠকে উঠেছে। জানা যাচ্ছে, তৃণমূলের বিধায়কদের বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথাও বলা হয়েছে বলে সূত্রের খবর।