‘বিড়ি-বিহার’ বিতর্কে পদত্যাগ কংগ্রেস নেতার

রাজন্যা নিউজ ব্যুরো

কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ভি টি বলরাম। কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডল থেকে ‘বিড়ি-বিহার’ নিয়ে করা একটি বিতর্কিত পোস্ট ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েই তিনি সরে দাঁড়ালেন।

প্রসঙ্গত, কংগ্রেসের কেরল শাখার এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল, ‘বিড়ি এবং বিহারের শুরু ‘ব’ থেকে। এখন আর পাপ হিসেবে গণ্য করা যায় না।’ পরে সেটি মুছে দেওয়া হয়। আসলে সম্প্রতি জিএসটি কাউন্সিল বিড়ির করহার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। একই সঙ্গে তেন্ডু পাতা, যা বিড়ি বানানোর মোড়ক হিসেবে ব্যবহৃত হয়, তার উপর করও নামানো হয়েছে ৫ শতাংশে। অথচ সিগারেটের উপর বাড়তি কর বলবৎ থাকবে।

এই মন্তব্যকে বিহার এবং বিহারের মানুষকে অপমান বলে কড়া সমালোচনা করে রাজ্যের শাসক জোট এনডিএ। এমনকী কংগ্রেসের জোটসঙ্গী আরজেডি-ও দ্রুত সেই মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখে। কারণ বিহারই দেশের অন্যতম প্রধান বিড়ি উৎপাদন কেন্দ্র, যেখানে প্রায় ৭০ লক্ষ শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত।
দুই দফার বিধায়ক বলরাম গত বছর ড: পি সারিন সিপিএম-এ যোগ দেওয়ার পর থেকে কেপিসিসির ডিজিটাল সেলের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু বিতর্ক চরমে উঠতেই শুক্রবার তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। রাজনৈতিক মহলে জল্পনা, কংগ্রেসের এই পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষার জন্য হলেও, বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানাতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *