পাহাড়ি পথে ধস, পুজোর মুখে বন্ধ টয়ট্রেন পরিষেবা

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

পুজোর মুখে সাময়িক বন্ধ ঐতিহ্যের টয়ট্রেন। পাহাড়ে ধসের কারণেই এমনটা সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এমন ঘটনায় হতাশ দার্জিলিং মুখি পর্যটকদের একাংশ। অনেকেই আশা করেছিল পাহাড়ি আঁকাবাঁকা পথে টয়ট্রেন চেপে দার্জিলিং যাবেন। কিন্তু বাধ সেধেছে পাহাড়ের ধস। আগামী ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং রুটের টয়ট্রেন পরিষেবা এমনটাই জানা গেছে।

বর্ষায় পাহাড়ে ধস নতুন কিছু নয়। আর পাহাড়ে ধসের কারণে টয়ট্রেন বন্ধ এমনটা হামেশাই হয়ে থাকে। কিন্তু সামনেই শারদ উৎসব। বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো। এমন একটি সময় লাখো পর্যটক দার্জিলিং আসেন। তারমধ্যে একটা বড় অংশ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যান টয়ট্রেন চেপে। কিন্তু বাধ সেধেছে একটানা বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে রংটং থেকে তিনধারিয়ার মাঝে একাধিক জায়গায় ধস নামে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইন। এমন একটি সময়ে জোড় কদমে চলছে ধস সরিয়ে লাইন মেরামত করার কাজ। তবে টয়ট্রেন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে বলেই জানা যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর ট্রায়াল রানের কথা। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ। আপাতত ওই সময়কালে পরিষেবা বাতিলের সিদ্ধান্ত বলেই জানা গেছে।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ‘ধসের কারণে ট্রেন বাতিল করা হল। সব ঠিক থাকলে ১৬ তারিখ থেকে ফের চালানো হবে।’ রেল সূত্রে খবর, লাইন মেরামত করে ১৫ তারিখ ট্রায়াল রান দেবে টয় ট্রেন। সেটি সফল হলেই ১৬ তারিখ থেকে পাহাড়ের বুক চিড়ে চলবে টয় ট্রেন। শিলিগুড়ি ও দার্জিলিং ট্যুর অপারেটরদের একাংশ জানাচ্ছেন, পুজোর মুখে পাহাড়ে পর্যটকদের ঢল নামে। ছুটে আসেন বিদেশি পর্যটকরা। তাঁদের মধ্যে একটা বড় অংশ টয়ট্রেনে চেপে যান। এমন একটি সময়ে বন্ধ থাকবে যা পর্যটকদের জয় রাইডের আনন্দে ব্যাঘাত আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *