সেনার হাতে ১৫৬টি অত্যাধুনিক চপার তুলে দেবে হ্যাল
রাজন্যা নিউজ ব্যুরো
নতুন করে সেজে উঠতে চলেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের চপার প্রচণ্ড। এই চপারের যুদ্ধক্ষমতা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই প্রকল্পে মোট ৬২ হাজার ৭০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। সংসদের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফ থেকে অনুমোদন পাওয়ার পরে ২৮ মার্চ এই নির্দেশ চূড়ান্ত করা হয়। হ্যাল এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচন্ড-র নির্মাতা হ্যাল, সেনাবাহিনী এবং বিমানবাহিনী উভয়ের জন্যই এই হেলিকপ্টারে উন্নত সংস্করণ সরবরাহ করবে। ২০২৭-২৮ সালে শুরু করে ২০৩৩ সালের মধ্যে প্রচণ্ডর উন্নততর সংস্করণ সরবরাহ করা কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। এই প্রোজেক্টে মোট ১৫৬টি প্রচণ্ড চপার তৈরি করা হবে। এর মধ্যে ৯০টি সেনাবাহিনীর জন্য এবং ৬৬টি বিমানবাহিনীর জন্য।