গ্রিন লাইনে বিভ্রাট বন্ধ থাকল মেট্রো

রাজন্যা নিউজ কলকাতা:

এবার মেট্রোর গ্রিন লাইনেও দেখা দিল যান্ত্রিক সমস্যা। যার জেরে বুধবার গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকল মেট্রো পরিষেবা। যদিও কিছুক্ষণ আগেই পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে যেহেতু লাইনে রেক বাঞ্চিং হয়ে গিয়েছিল তাই আপ ও ডাউন লাইনে খুব ধীরে চলছে মেট্রো।
এতদিন পর্যন্ত কলকাতা মেট্রোর মেন লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যার জন্য যাত্রী পরিষেবা ব্যাহত হয়েছে। অফিস থেকে নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবি উঠে এসেছে প্রায় রোজ। কিন্তু এদিন দেখা গেল অন্য ছবি। বিশ্বকর্মা পুজোর সকালে ব্লু লাইনে ঠিকঠাক মেট্রো চললেও বিভ্রাট দেখা দিল গ্রিন লাইনে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ৩৯ মিনিট থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পথে সমস্যার সূত্রপাত। তারপর বিদুৎ বিভ্রাট বা পাওয়ার ট্রিপের জেরে বিপত্তি। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে পরিষেবা বন্ধ হয়ে যায়। আবারও দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।
বিশ্বকর্মা পুজোর দিন মেট্রোয় যাত্রী ভিড় অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে কম। তবে রাস্তায় বাস বা অন্যান্য যানবাহনের সংখ্যা এদিন হাতে গোনা। তাই যাঁরা রাস্তায় বেরোচ্ছেন তাঁদের ভরসা এদিন মেট্রোই। যার ফলে অপ্রত্যাশিতভাবে গ্রিন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাধারণ মানুষকে যেমন হয়রানি পোহাতে হয়েছে, তেমনই মেট্রোর উপর বেড়েছে ক্ষোভ। যাত্রীরা জানাচ্ছেন, রোজের এই ভোগান্তিতে তারা ব্যতিব্যস্ত। কবে এর থেকেই রেহাই মিলবে তারই অপেক্ষা।
নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোর এক আধিকারিক বলেন, ‘চূড়ান্ত মেন্টেনেন্সের অভাবের জন্যই বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, যা আজ একটা বড় আকার ধারণ করেছিল। খুব সহজ ভাষায় বলতে গেলে বলা যেতে পারে, একটি সিস্টেম হঠাৎ করেই আজ বিকল হয়ে যায় এবং ঠিকঠাক কাজ করা বন্ধ হয়ে যায়। যার ফলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ইঞ্জিনিয়াররা এসে বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধান করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *