প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ
রাজন্যা নিউজ ব্যুরো
অসম তথা গোটা ভারতের হৃদয় জয় করা গায়ক জুবিন গর্গ শুধুই এক শিল্পীর নাম নয়, তিনি ছিলেন উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী সঙ্গীতের পাশাপাশি সিনেমা, সাহিত্য ও সামাজিক কর্মক্ষেত্রে গভীর ছাপ রেখে গেলেন। মাত্র ৫২ বছর বয়সে তাঁর প্রাণ কেড়ে নিল সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তাঁর আগে সিঙ্গাপুরে স্কুবা করতে যান জুবিন। জানা যায়, স্কুবা করার সময় হঠাৎ বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক।