মাজুর দু’টি অঙ্গনওয়াড়িতে খাবারের মান খারাপ, তালা ঝোলাল গ্রামবাসীরা

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

জগৎবল্লভপুরের মাজুর দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের দেওয়া খাবার নিয়ে বড়সড় অভিযোগ। বাধ্য হয়ে সোমবার তালা ঝোলালো গ্রামবাসীরা। ঘটনার সূত্রপাত দু’দিন আগে। শনিবার দিদিমণি আর রাঁধুনির মধ্যে চুলোচুলির কান্ড ঘটে। এখানেই শেষ নয় রাঁধুনিকে বেধড়ক মারধর করে তার হাতে কামড় বসিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ দিদিমণির বিরুদ্ধে। বঁûাধুনি সাত মাসের গর্ভবর্তী। তার উপর এ ধরণের ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা। সোমবার একি ঘটনা ঘটলে প্রতিবাদ করে গেটে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগৎবল্লভপুর থানার মাজু সতী সাধন প্রাইমারি ßুñলে রয়েছে ২৪২ ও ১০৯ নম্বর দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখান থেকে যে খিচুড়ি দেওয়া হয় তা আধসেদ্ধ। না চাল সিদ্ধ হয়, না ডাল। ওই খাবার দেওয়া হয় গর্ভবতী মা ও বাচ্চাদের। তার উপর দিদিমণি-রাঁধুনির রোজের ঝগড়াঝাটি। এর জেরে পঠনপাঠন শিকেয় উঠেছে। শনিবার পরিস্থিতি এমন হয় যে, রাঁধুনিকে ফেলে মারধর করে, এমনকি দিদিমণির মার থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে রাঁধুনির হাতে কামড়ে দেয় দিদিমণি। চিৎকার চেঁচামেচির জেরে ছুটে আসেন এলাকার মানুষজন। একি ঝগড়াঝাটি সোমবারও হয়। বাধ্য হয়ে এলাকার মানুষজন ওই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ও তালা খুলে দেয়।

স্থানীয়দের দাবি, ওই দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই দিদিমণিকে অবিলম্বে অন্যত্র সরাতে হবে। ßুñলের পোড়াশোনার পরিবেশ ফেরাতে হবে। এবং ßুñলের খাবারের মান নির্ধারণ করতে হবে। শিশুদের পড়াশোনা ও খাবারের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু সেখানে এমন ঘটনা বারবার ঘটলে তা অন্তত খারাপ। রাঁধুনির হাতে কামড়ে দিচ্ছে দিদিমণি। তাছাড়া রাঁধুনি নিজেও একজন গর্ভবতী তাঁর সঙ্গে এমনটা করা নি¨নীয়। যদিও এ প্রসঙ্গে দিদিমণির কোন বক্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *