পূর্ব মেদিনীপুরে দুটি পৃথক দুর্ঘটনা, মৃত ৩

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

পূর্ব মেদিনীপুর জেলায় দুটি ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩, আহত অনেক। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে হেঁড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল চলন্ত লরি। দুর্ঘটনায় চাপা পড়ে বাইক আরোহীর মৃত্যু! এর ফলে ওই জাতীয় সড়কে বহুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। অন্যদিকে পাঁশকুড়ার মেচগ্রামে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে মেলায় কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয় দু’জনের।

এ দিন প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে মেলা বসেছিল পাঁশকুড়ার মেচগ্রামে। ওই মেলা চলাকালীন রাতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে কন্টেনার বোঝাই ট্রেলার। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মেলায়। ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় মেলা কমিটির সম্পাদক ও এক দোকানদারের। আহত ৯ জনের মধ্যে একজনকে কলকাতায় পাঠানো হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে হেঁড়িয়া হাসপাতালের কাছে। কন্টেনারে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে বাইক আরোহীর। দ্রুতগতির কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। কন্টেনারে চাপা পড়ে বাইক আরোহী। আটকে থাকে আরও একজন। পুলিশ ক্রেন দিয়ে কন্টেনার তোলার চেষ্টা করার কারণে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই হেঁড়িয়া কালিনগরে রাস্তায় বিশেষ বাঁক রয়েছে। ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন। টেকনিক্যাল সাবধানতার জন্যে বিভিন্ন আধুনিক ডিভাইডার দ্রুত লাগানো হোক। এই রাস্তায় এত দুর্ঘটনা হচ্ছে তবুও রাস্তা সম্প্রসারণ হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *