শ্যামপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রশংসায় বিজেপি নেতা
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
বিরোধী মানেই সরকারের সব কাজের বিরোধীতা করব এমনটা তো নয়! কোন প্রকল্পের মাধ্যমে যদি জনগণের উন্নয়ন হয়, সুবিধা মেলে তবে নিশ্চয়ই তার প্রশংসা করব। বিরোধী হওয়া মানেই যে কাদা ছোড়াছুড়ি করতে হবে এমনটা নয়। শ্যামপুর-২ ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে বুধবার যোগ দিয়ে বললেন বিজেপি নেতা স্নেহাশীষ চক্রবর্তী।
হাতে মাত্র কয়েকটা তারপর দুর্গাপুজো। শারদোৎসব আবহের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সরকারি কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। বুধবার গ্রামীণ হাওড়ার শ্যামপুর-২ নম্বর ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের কুলটিকরি প্রাণকৃষ্ণ হাইস্কুলে অনুষ্ঠিত হয়। এদিন এই শিবিরে পাড়াপড়শিদের সঙ্গে নিয়ে আসেন বিজেপি নেতা স্নেহাশীষ চক্রবর্তী। বাছরি এলাকার ওই বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে রীতিমতো সরকারি এই কর্মসূচিতে অনুষ্ঠিত হলো। আর স্নেহাশীষ কে পাশে রেখে খোশ মেজাজে গল্পে মেতে উঠলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল।
হাওড়া জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়ারা। রাজনীতিতে এই ধরনের সৌজন্যেও নজির বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধায়ক কালিপদ মন্ডল জানান,”এটাই শ্যামপুরের ঐতিহ্য।”যদিও এই দৃশ্যকে কটাক্ষ করেছে কংগ্রেস এবং বামেরা। অন্যদিকে বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া জানান,”বিরোধী দল বিজেপি’র কয়েক জন সদস্য ও আমন্ত্রিত ছিলেন। রাজনৈতিক সৌজন্য ই আমাদের ইউ এস পি।