পুজোয় ভিড় সামাল দিতে মাস্টারপ্ল্যান রেলের
রাজন্যা নিউজ ব্যুরো
উৎসব মরশুম শুরু হয়েছে। রবিবার ছিল মহাষষ্ঠী। তার আগে থেকেই অবশ্য উত্তর কিংবা দক্ষিণ কলকাতার পুজো দেখতে শহরতলি থেকে ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। দক্ষিণ কলকাতারদেশপ্রিয় পার্ক, নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ, কালীঘাট মিলন সঙ্ঘ থেকে শুরু করে উত্তরের টালা প্রত্যয়, আহিড়ীটোলা সার্বজনীনের পুজো মন্ডপের সামনে গেলেই বিষয়টি স্পষ্ট হবে। শহরতলি থেকে কলকাতায় আসার অন্যতম মাধ্যম রেল। ফলে রেলে দৈনিক কয়েকলক্ষ মানুষ যাতায়াত করছেন। যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে বিরাট উদ্যোগ নিল ভারতীয় রেল।
উৎসবে মাতোয়ারা শহর থেকে জেলা। প্রতিদিনই শহরতলী থেকে কাতারে কাতারে মানুষ লোকাল ট্রেনে চেপেই শিয়ালদা হয়ে কলকাতায় আসছেন দুর্গাপুজোর অপরূপ শিল্পকর্মকে উপভোগ করার জন্য। এমন পরিস্থিতিতে যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে বিরাট উদ্যোগ নিল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশন দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তাকে আরও উন্নত করতে চালু করেছে নতুন ‘ওয়ার রুম’। প্রাথমিকভাবে কার্যকর হওয়া এই আধুনিক কন্ট্রোল রুমটির মাধ্যমে শহর ও গ্রাম থেকে আসা যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে রেলকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে।
শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গেছে, এই ‘ওয়ার রুম’ থেকে সমগ্র ডিভিশনের ২ হাজার ২০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাইভ মনিটর করা সম্ভব। প্রতিটি স্টেশন, প্ল্যাটফর্ম এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশনের উপর নজরদারি রাখা যাবে ১২টি পৃথক ক্যামেরা ক্লাস্টারের মাধ্যমে। সব ক্যামেরার তথ্য সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে ভিডিয়ো সার্ভিল্যান্স সিস্টেমের মাধ্যমে।
বিশেষভাবে লাইভ ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রেলকর্মীরা যেকোনো জায়গায় অতিরিক্ত ভিড় বা সম্ভাব্য পদপিষ্টের মত পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে পারবে। ‘ওয়ার রুম’ কেবল দুর্গাপুজোর সময় নয়, ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।
শহর ও গ্রামের মানুষদের দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার সঙ্গে সঙ্গে এই আধুনিক নজরদারি ব্যবস্থা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছে। রেল কর্তৃপক্ষের দাবি, এটি শুধুমাত্র এক প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা এবং স্বস্তি নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।