মমতার সুরে ডিভিসি নিয়ে তোপ অভিষেকের

কল্যাণ অধিকারী, দিন দর্পণ

পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলা, এটাই বিজেপির বরাবরের স্বভাব। এটা কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা। ডিভিসির জলছাড়া নিয়ে এ বার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সুরে অভিষেকও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওরা পুজোর আনন্দকে নষ্ট করতে বাংলার বিসর্জন চাইলেও, বাংলার বিসর্জন হবে না। বিসর্জন হবে বিজেপির। বাংলায় বিজেপির যত আবর্জনা এখনও পড়ে আছে, ২০২৬-এর ভোটে সেগুলোও নির্মূল হয়ে যাবে।” অভিষেক আরও বলেন, প্রতি বছর ডিভিসিকে অস্ত্র করে বাংলায় ‘ম্যান-মেড বন্যা’ তৈরি করা হয়। দুর্গাপুজোর মতো আনন্দঘন সময়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হয় রাজনৈতিক প্রতিহিংসায়। কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোটে প্রত্যাখ্যান করেছে। তিনি হুঁশিয়ারি দেন, “২০২৪-এর মতোই, ২০২৬-এও বাংলার মানুষ বিজেপিকে এবং দিল্লির জমিদারদের একসঙ্গে বিসর্জন দেবে।”

রাজ্যে নতুন করে ঘূর্নাবর্তের দাপটে আগামী সাতদিনও রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর। এমন পরিস্থিতিতে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রীর সুরে অভিষেকও তীব্র ক্ষোভ প্রকাশ করলেন।যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *