বিমানবন্দরে আলিঙ্গনে রণবীর-দীপিকা প্রাক্তন মানেই মুখ দেখাদেখি বন্ধ নয়
রাজন্যা নিউজ ব্যুরো
প্রেম ভেঙেছে বহু বছর হল। দু’জনেই আলাদা সংসার পেতেছেন। কাজের জগতে সুপ্রতিষ্ঠিত তাঁরা। ফলে মন কষাকষিও জিইয়ে রাখেননি নিজেদের মধ্যে। বিমানবন্দরে দেখা হতেই, পুরনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলেন। বিমানবন্দরের দরজার বাইরে থেকে তোলা সেই মুহূর্ত নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাঁদের একসঙ্গে দেখে ফিরে গিয়েছেন প্রায় ১২ বছর আগের বানি ও নয়না জুটির রসায়নে। যদিও কেউ কেউ আবার খুব একটা সহজ ভাবে নেননি বিষয়টা। অনেকেরই কৌতূহল দু’জনেই নিজেরদের স্বামী বা স্ত্রীকে ছাড়া কোথায় যাচ্ছেন?

প্রাক্তন মানেই মুখ দেখাদেখি বন্ধ? একে অপরের নামে কটু কথা না বলেও বন্ধু হয়ে যে থাকা যায়, সেটাই বার বার প্রমাণ করেছেন রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন। পুজো শেষ হতেই মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন দুই তারকা। সেখানে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন রণবীর-দীপিকা।