ইটভাটার শ্রমিকের প্রেমে ঘর ছাড়লেন গৃহবধূ রেখে গেলেন নাতি-নাতনি

রাজন্যা নিউজ ব্যুরো

ইটভাটার শ্রমিকের প্রেমে বুঁদ। সেই প্রেমের টানে সবকিছু ছেড়ে পালালেন গৃহবধূ। সঙ্গে নিয়ে গেলেন টাকা ও পুত্রবধূর গয়নাও! ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির মৌরানিপুরের সায়াওয়ারি গ্রামের। যুবতীর প্রেমিক অমর সিংহের সঙ্গে যুক্তি করে গ্রাম ছেড়ে পালান তিনি। সুখবতীর প্রেমিক তাঁর থেকে প্রায় পাঁচ বছরের ছোট। পুলিশে অভিযোগ দায়ের করেছেন সুখবতীর স্বামী কামতা প্রসাদ।

সংবাদমাধ্যমে কামতা জানান, আড়াই বছর আগে তাঁর স্ত্রী মধ্যপ্রদেশের ভিন্দে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। সেই সময় তাঁর দেখা হয় বিহুনি গ্রামের বাসিন্দা অমর সিংহ প্রজাপতির সঙ্গে। ইটভাটায় কাজ করার সময় দু’জনের মধ্যে প্রেম জমে ওঠে। কামতা প্রসাদ যখন তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন, তখন তিনি স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনেন। বাড়ি ফিরে এসেও লুকিয়ে-চুরিয়ে দু’জনে দেখা করেন ও সম্পর্ক বজায় রাখেন। বারণ করা সত্ত্বেও কামতা তাঁকে ফোনে কথা বলার সময় ধরে ফেলেন। এমনকি পুত্রবধূরাও তাঁকে অনেক বার প্রেমিক অমরের সঙ্গে কথা বলতে দেখেছেন।

পুত্রবধূর গয়না, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র বাড়ি থেকে চুরি করে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ছেলে এবং নাতি-নাতনি থাকা সত্ত্বেও, তাঁর স্ত্রীর এই বয়সেও প্রেমের সম্পর্ককে মেনে নিতে পারছেন না কামতা। তিনি পুলিশে অভিযোগ করে স্ত্রীর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *