সমুদ্র গিলছে সাগরতট! ভাঙনে শঙ্কায় কপিলমুনি মন্দির দায়িত্ব নিয়েই গঙ্গাসাগরে নতুন জেলাশাসক
দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ
বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে লক্ষ-লক্ষ মানুষের ভিড়ে জমে উঠবে সাগরতট। তারপর কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফিরে যাবেন গন্তব্যে। সেইমতন পুণ্যার্থীদের সুরক্ষার্থে একাধিক ব্যবস্থা গ্রহন করে প্রশাসন। কিন্তু এখন ভয়াবহ এক পরিস্থিতির শিকার পুণ্যতীর্থ গঙ্গাসাগর। সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে। তাই দায়িত্ব নিয়েই গঙ্গাসাগরে পৌঁছে গেলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।
আগামী বছর রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্য প্রশাসনে বড়সড় ঝাঁকুনি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্যায়ে কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হল। এমনকি কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক ছিলেন সুমিত গুপ্ত। তাঁকে আনা হয়েছে কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে পাঠানো হয়েছে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনাকে। দায়িত্ব নেবার পর প্রথম গঙ্গাসাগর পরিদর্শনে আসলেন জেলাশাসক।
শনিবার নামখানা পয়েন্ট থেকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক সহ দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ এর সহ-সভাপতিকে সঙ্গে নিয়ে গঙ্গাসাগরে পৌঁছান জেলাশাসক। বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তিনি। বিশালাকার ঢেউয়ে যেভাবে সাগরের একাংশ ভেঙে পড়েছে, সেদিক দিয়ে দেখতে গেলে, প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ কপিলমুনির মন্দির কে রক্ষা করা। একইসঙ্গে মেলায় আগত পূর্ণার্থীরা যাতে নির্বিঘ্নে পুণ্য স্নান করতে পারেন তার ব্যবস্থা করা। সেইমতন দায়িত্ব পাবার পরই গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন নতুন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।

