মহামিছিলের আগের দিন গানের মাধ্যমে বড় বার্তা মমতার

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

মঙ্গলে মহা মিছিল তৃণমূল কংগ্রেসের। তার আগের দিন গান লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধেয় সেই গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা লিখেছেন, ‘কালকের (মঙ্গলবার) মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন।’ ভিডিওতে দেখা যাচ্ছে শহর কলকাতার রাজপথে মিছিলে হেঁটে চলেছেন নেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক। পা মিলিয়েছেন কর্মীরা। ওই গান হুহু করে শেয়ার হচ্ছে।

কাল মঙ্গলবার ৪ নভেম্বর মিছিল রয়েছে রাজ্যের শাসকদলের। জানা যাচ্ছে, কলকাতা সহ জেলার নেতা-কর্মীদের দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। এই মিছিলে হাঁটবেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে গান লিখলেন মমতা। জোট বাঁধো, বাঁধ ভাঙো… অর্থাৎ এই গানের মধ্য দিয়েও একটা প্রতিবাদ জানিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও গানটি পোস্ট করেছেন মমতা। গানটির সুর দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা শিল্পী ইন্দ্রনীল সেন। গানটির মধ্যে রয়েছে জোট বাঁধার আহ্বান। প্রশ্ন করে বলা হয়েছে হার মানছি না মানব না, দেশের জন্য যাদের বলিদান, তাঁদের করছ অসম্মান। চলবে না, ছাড়ব না। দেখো মানুষের কত শক্তি, করছ লুট, বলছ ঝুট। কাড়ছ সবার অধিকার। জীবন দেব, মান দেব না। এটাই বাংলার অঙ্গীকার। এসআইআর নিয়ে দলে বার্তা দিতে গত সপ্তাহের শুক্রবারই তৃণমূলের প্রায় ১৮ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। তারপর কাল মঙ্গলবার এসআইআর শুরুর দিনেই রয়েছে মহামিছিল। পথে নামছেন মমতা-অভিষেক। কর্মীদের সঙ্গে নিয়ে হাঁটবেন তাঁরা। যা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে আবেগ, উচ্ছ্বাস ও উন্মাদনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *