লাইনে পড়ে দেহ, উপর দিয়ে চলে গেল পরপর ট্রেন!
কল্যাণ অধিকারী রাজন্যা নিউজ
ডোমজুড় স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত মহিলার দেহ তুলতে গড়িমসী রেলের, দেহ নিয়ে যাওয়ার জন্য টাকা দিতে হবে মৃতের পরিবারকেই এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে। যদিও মৃতদেহ কে তুলবে, জিআরপি নাকি রেলপুলিশ? সেই নিয়ে টানাপোড়েন চলে। এই টানাপোড়েনের কারণে দেহ পরে রইলো তিন ঘন্টারও বেশী সময়। আর মৃতদেহের উপর দিয়ে চলে যেতে থাকল একের পর এক ট্রেন।
শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ আমতা লোকালে ডোমজুড় এলাকায় ঘটে দুর্ঘটনাটি। জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডোমজুড় স্টেশনের আগে দুই নম্বর পোলের সামনে আমতা লোকালে ঘটে দুর্ঘটনা। প্রায় তিনঘন্টারও বেশী সময় লাইনেই পড়ে থাকে মিন্টু গের নামে বছর ৪৫-এর ওই মহিলা। তাঁর বাড়ি হুগলির চণ্ডিপাড়া এলাকায়। ওই সময়, ওই লাইনে একাধিক ট্রেন যাতাযাত করেছে।
প্রায় তিনঘন্টারও বেশী সময়ের পর দেহ উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ। ততক্ষণে বছর ৪৫-এর মহিলার মৃত্যু হয়েছে। তারপরেই এই অমানবিকে চিত্র জানাজানি হয়। দেহ তুলতে টাকার দাবি করা হয়, আর সেই টাকা দিতে না পাড়ার কারণেই দেহ পরে থাকে দীর্ঘক্ষণ এমনটাই অভিযোগ স্থানীয়দের।

