রবি অনুগামীদের বৈঠক, মমতাকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ:

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন না, আগেই জানিয়েছিলেন। এবার আরও একধাপ এগোলেন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার শহরের পাটাকোড়ায় অনুগামীদের নিয়ে বৈঠক করলেন রবীন্দ্রনাথ। সিদ্ধান্ত অনুযায়ী রবি অনুগামীদের লেখা চিঠি পাঠাবেন মুখ্যমন্ত্রীর কাছে। সোমবার বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলের মুখপাত্র পার্থ প্রতিম রায়ের বাসভবনে।

দলীয় নির্দেশ মেনে কোচবিহারের তুফানগঞ্জ পুরসভার উপ-পুরপ্রধান তনু সেন পদত্যাগ করলেও, কোচবিহার পুরসভার পদ থেকে ইস্তফা দেবেন না আগেই জানিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। পাশপাশি পুরপ্রধান রবি জানিয়ে দিয়েছেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সভাপতি সুব্রত বক্সী সরাসরি নির্দেশ দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। পরবর্তী সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসেন। দলীয় কর্মীদের নিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রবি। এটা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

জানা গেছে, কোচবিহার জেলার ৪টি পুরসভা মাথাভাঙা, হলদিবাড়ি, তুফানগঞ্জ এবং কোচবিহারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে। এখনও ইস্তফা না দেওয়ার বিষয় অনড় রবীন্দ্রনাথ ঘোষ। এদিন দলীয়ভাবে একটি বৈঠক হয়েছে। দরজা বন্ধ একটা ঘরে এই বৈঠকে হাজির ছিলেন শতাধিক কর্মী। রবীন্দ্রনাথ ঘোষ-এর উপর যে চাপ সৃষ্টি হচ্ছে এমনটা জেনেই দলের পুরনো কর্মীদের নিয়ে এদিনের বৈঠক। আগামী সাতদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠনোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মুখপাত্র পার্থ প্রতিম রায় জানিয়েছেন, সাম্প্রতিক বিষয় নিয়ে আমার বাড়িতে দলের বেশকিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাঁরা তাঁদের কিছু সহ কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপর সকলে আলাপ আলোচনা করেছেন। বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলি লিখিত আকারে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *