সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনা নিহত ৪২ ভারতীয় উমরাহযাত্রী
রাজন্যা নিউজ ব্যুরো
সৌদি আরবে রবিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রিবাহী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের প্রচণ্ড সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় সম্পূর্ণ বাসটিতে, আর সেখানেই শেষ হয়ে যায় অধিকাংশ যাত্রীর জীবন।
দুর্ঘটনাটি ঘটে ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত দেড়টায়। অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আগুনের তীব্রতায় কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি জ্বলে ওঠে। ঘটনাস্থলেই ৪০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক অনুমান। গুরুতর আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশের বাড়ি হায়দরাবাদ। যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। রাতভর উদ্ধার কাজ চালায় দমকল ও সিভিল ডিফেন্স বাহিনী। তীব্র আগুন ও বিস্ফোরণের কারণে অনেক দেহ সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে গিয়েছে, ফলে শনাক্তকরণ কঠিন হয়ে উঠেছে।
হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি শহরের দু’টি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এবং প্রাথমিক তথ্য ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেন। তিনি বলেন, ‘রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানাচ্ছেন, মৃত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।’
ওয়েইসি বিদেশ মন্ত্রক ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানিয়েছেন মৃতদেহ দ্রুত ভারতে ফেরানোর জন্য। আহতদের চিকিৎসার বিষয়েও সরকারের নজরদারি চেয়েছেন তিনি। জেদ্দায় ভারতীয় কনসুলেট জেনারেল একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। নম্বরটি হল ৮০০২৪৪০০৩। এই নম্বরের মাধ্যমে নিহত বা আহত যাত্রীদের পরিবার পরিস্থিতি সংক্রান্ত তথ্য পেতে পারবেন।
এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, ‘সৌদি আরবের মদিনায় ভয়াবহ এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমাদের দূতাবাস ও কনসুলেট ভারতীয় নাগরিকদের সহায়তায় সর্বাত্মকভাবে কাজ করছে। নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
দুর্ঘটনার ব্যাপারে সৌদি প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মৃতের সংখ্যা ঘোষণা হয়নি। উদ্ধারকাজ সম্পূর্ণ হওয়ার পরই সঠিক সংখ্যাটি জানা সম্ভব হবে বলে জানিয়েছে প্রশাসন। এই অবস্থায় ভারতীয় দূতাবাস, তেলেঙ্গানা সরকার ও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। দেহ শনাক্তকরণ, মৃতদেহ ভারতে পাঠানো এবং আহতদের চিকিৎসা, সবকিছু দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে।

