এনুমারেশন ফর্ম বিলিতে ১২ রাজ্যেই ব্যাপক সাফল্য দাবি কমিশনের
রাজন্যা নিউজ ব্যুরো নয়াদিল্লি: এসআইআর নিয়ে দেশজুড়ে এনডিএ বিরোধী রাজনৈতিক দলগুলি আপত্তি জানিয়েই চলেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনও এসআইআর নিয়ে আপত্তি তুলছে। এদিকে নির্বাচন কমিশন বিহারের পর দেশের ১২টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত এলাকায় দ্বিতীয় দফায় এসআইআর চালু করেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এন্যুমারেশন ফর্ম বিলির কাজ সম্পূর্ণ সফল। কোথাও কোথাও সব ভোটারদের এন্যুমারেশন ফর্ম বিলি সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় মোট ভোটার ৫০ দশমিক ৯৭ কোটি। এঁদের ৪৯ দশমিক ৭৩ কোটি ভোটার বা ৯৭ দশমিক ৫২ শতাংশ ভোটারকে এন্যুমারেশন ফর্ম ইতিমধ্যেই বিলি করা হয়েছে। গোয়া এবং লাক্ষাদ্বীপের সমস্ত ভোটারকে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ। লাক্ষাদ্বীপের সর্বমোট ৫৭ হাজার ৮১৩জন ভোটারের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হয়েছে। গোয়ার ভোটার সংখ্যা ১১ দশমিক ৮৫ লক্ষ, এখানেও হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সব ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। কেন্দ্রশাসিত আরেকটি এলাকা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ৩ দশমিক ১০ লক্ষ ভোটারের মধ্যে ৯৯ দশমিক ৯৪ শতাংশ ভোটারকে বিলি করা হয়েছে এন্যুমারেশন ফর্ম।
পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ৭ দশমিক ৬৬ কোটি। নির্বাচন কমিশন সূত্রের খবর, বাংলার নাগরিক ৭ দশমিক ৫৯ কোটি ভোটার অর্থাৎ ৯৯ দশমিক ১৬ শতাংশ ভোটারকে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এনুমারেশন ফর্ম বিলির নিরিখে এগিয়ে থাকা রাজ্য গুজরাত। গুজরাতের ৫ দশমিক শূন্য ৮ কোটি ভোটারের মধ্যে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ ভোটারকে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। শতাংশের নিরিখে গুজরাতের ৯৯ দশমিক ১৬ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রদেশের ৫ দশমিক ৭৪ কোটি ভোটারের মধ্যে ৫ দশমিক ৭০ কোটি ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। শতাংশের হিসেবে এন্যুমারেশন ফর্মপ্রাপক ৯৯ দশমিক ৪৫জন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, রাজস্থানের ৫ দশমিক ৪৮ কোটি ভোটারের মধ্যে ৫ দশমিক ৩৮ কোটি ভোটার অর্থাৎ ৯৮ দশমিক ১৫ শতাংশ ভোটারকে এন্যুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। কেরলের ২ দশমিক ৭৮ কোটি ভোটারের মধ্যে ২ দশমিক ৬১ কোটি ভোটারের হাতে এন্যুমারেশন ফর্ম তুলে দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত এলাকা পুদুচেরির ১০ দশমিক ২১ লক্ষ ভোটারের ভিতর ৯ দশমিক ৬১ লক্ষ অর্থাৎ ৯৪ দশমিক ১০ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম হাতে পেয়েছেন।

